ভিডিও শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৩ মাঘ ১৪৩২

প্রকাশ : ১৭ জানুয়ারী, ২০২৬, ১০:০৭ রাত

শেষ ওভারে রোমাঞ্চকর জয় রাজশাহীর

শেষ ওভারে রোমাঞ্চকর জয় রাজশাহীর

রাজশাহী ওয়ারিয়র্সের জয়ের জন্য শেষ ওভারে প্রয়োজন ছিল ৬ রান। হাতে ছিল ৩ উইকেট। আরাফাত সানির করা ওভারের প্রথম বল থেকে এক রান নেন মুশফিক। স্ট্রাইক পেয়েই চার হাঁকান জাহানদাদ খান। পরের বলে এক রান নিয়ে দলের জয় নিশ্চিত করেন তিনি।

মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৯ ওভার ৫ বলে ১২৫ রানে অলআউট হয় চট্টগ্রাম। দলের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন আসিফ। জবাবে ১৯ ওভার ৩ বলে ৭ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় রাজশাহী।

ছোট লক্ষ্য তাড়ায় শুরুটা মোটেও ভালো হয়নি রাজশাহীর। দুই অপেনারের কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। তানজিদ তামিম করেছেন ৮ রান, আর সাহিবজাদা ফারহানের ব্যাট থেকে এসেছে ৭ রান। তিনে নেমে ৩ রান করেছেন নাজমুল হোসেন শান্ত। ব্যর্থ ছিলেন জিমি নিশামও। ৩ রান করে যখন নিশাম ফিরলে ৩১ রানে ৪ উইকেট হারায় রাজশাহী।

এরপর দলের হাল ধরেন মুশফিক ও আকবর আলি। ৪১ বলে ৪৮ রান করেন আকবর। আর মুশফিকের ব্যাট থেকে এসেছে ৪১ বলে ৪৬ রান। শেষদিকে ২ বলে অপরাজিত ৫ রান করেন জাহানদাদ।

এর আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ইনফর্ম নাইমকে হারায় চট্টগ্রাম। ডাক খেয়ে এই ওপেনার ফিরলে ভাঙে ১০ রানের উদ্বোধনী জুটি। আরেক ওপেনার মোহাম্মদ হারিস থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। ১১ বলে করেছেন ১৬ রান। তিনে নামা মাহমুদুল হাসান জয়ও একই পথে হেঁটেছেন। ১৩ বলে ১৯ করেছেন তিনি।

আরও পড়ুন

এরপর মাহফিজুল হাসান, হাসান নাওয়াজ ও শেখ মেহেদিরা দ্রুতই সাজঘরে ফেরেন। তাতে ৭৪ রানে ৭ উইকেট হারিয়ে একশর আগেই অলআউটের শঙ্কায় পড়ে চট্টগ্রাম।

তবে ত্রাতা হয়ে আসেন আসিফ আলি। বাকিদের আসা-যাওয়ার মিছিলেও এক প্রান্তে ঝড় তোলেন তিনি। ২৪ বলে ৪ ছক্কায় ৩৯ রান এসেছে তার ব্যাট থেকে। তাতে লড়াইয়ের পুঁজি পায় দল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া শেরপুর ও ধুনটের ১৬০ প্রতিযোগীর ক্বিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত

শেষ ওভারে রোমাঞ্চকর জয় রাজশাহীর

বগুড়ায় আহত জুলাই যোদ্ধাদের দ্বারা জাপা কার্যালয় দখলের অভিযোগ মিথ্যা, সংবাদ সম্মেলনে দাবি

বগুড়ার নন্দীগ্রামে মোটরসাইকেলের ধাক্কায় অটোভ্যান চালক নিহত

‘হ্যাঁ’ ভোটের প্রচারণায় সরকারি কর্মচারীদের বাধা নেই: আলী রীয়াজ

ম্যাজিস্ট্রেটকে ওয়ার্নিং দিলেন রুমিন ফারহানা