নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টর উল্টে যুবক নিহত
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জে মাহিন্দ্র ট্রাক্টর উল্টে লাল মিয়ার ছেলে আব্দুল মমিন (১৮) নামে এক যুবকের নিহত হয়েছে। আজ শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার নিতাই ইউনিয়নের কুঠিয়ালপাড়া ক্যানেলের পাড় থেকে ট্রাক্টর উল্টে এ ঘটনা ঘটে। তার বাবা লাল মিয়া মারা যাওয়ার পর থেকে সে নিতাই ইউনিয়নের তকেয়াপাড়া গ্রামে নানা আব্দুল মজিদের বাড়িতে থাকতো। বিষয়টি নিশ্চিত করেন সংশ্লিষ্ট ইউপি সদস্য আব্দুল আজিজ ডাব্লু।
তিনি জানান, নিহত মমিন আজ শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় মাটি ও বালু পরিবহন শেষে কুঠিয়ালপাড়ার ক্যানেলের ওপর দিয়ে মাহেন্দ্র ট্রাক্টরটি নিয়ে তকেয়াপাড়া বাড়ি ফিরছিল। এসময় ট্রাক্টরটি উল্টে যেয়ে পার্শ্ববর্তী জমিতে পড়ে যায়। ঘটনাস্থলেই ট্রাক্টরের নিচে পড়ে তার মৃত্যু হয়
আরও পড়ুনকিশোরগঞ্জ থানার ওসি তদন্ত আব্দুল কুদ্দুছ সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন







