ভিডিও শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩২

প্রকাশ : ১৭ জানুয়ারী, ২০২৬, ১২:৪৫ রাত

বাংলাদেশের ভিসা পাননি ভারতীয় আইসিসি কর্মকর্তা, আসছেন একজন

ছবি: সংগৃহীত,

স্পোর্টস ডেস্ক : ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অবস্থান পুনর্বিবেচনা করার জন্য আইসিসি বাংলাদেশের সঙ্গে সরাসরি আলোচনা করতে ঢাকায় আসছে একটি প্রতিনিধি দল।

শনিবার (১৭ জানুয়ারি) মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য বৈঠকে আইসিসির প্রতিনিধি উপস্থিত থাকবেন বলে জানা গেছে। 

বিশ্বস্ত একটি সূত্রের মাধ্যমে জানা গেছে, বিসিবি ও বাংলাদেশ সরকারের বিভিন্ন পর্যায়ের সঙ্গে আলোচনা করতে আইসিসির দুজন প্রতিনিধি আসার কথা ছিল।

প্রথমে দুজন প্রতিনিধি আসার কথা থাকলেও মিটিংয়ে যোগ দিতে আসছেন একজন। ভারতীয় সেই আইসিসি প্রতিনিধি ভিসা না পাওয়ায় আসা হচ্ছে না, যার ফলে একমাত্র প্রতিনিধি হিসেবে আইসিসির অ্যান্টি করাপশন এবং নিরাপত্তা বিভাগের প্রধান অ্যান্ড্রু এফগ্রেভ আসছেন বাংলাদেশে।

বিসিবি এবং বাংলাদেশের সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বিশ্বকাপ নিয়ে নিরাপত্তা, ভেন্যু ও ঝুঁকি মূল্যায়নের বিভিন্ন দিক আলোচনা হবে।

আরও পড়ুন

আইসিসি আগেই কিছু ভেন্যুর ঝুঁকির মূল্যায়ন জানিয়েছিল, যেখানে কয়েকটি ভেন্যুতে ‘মাঝারি ঝুঁকি’ এবং অন্য কিছুতে ঝুঁকির সম্ভাবনা শূন্য। তবে বিসিবির সিদ্ধান্ত অনুযায়ী, এটিকে ভেন্যু পরিবর্তনের জন্য পর্যাপ্ত কারণ হিসেবে গণ্য করা যায়নি।

বিসিবি, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের পরামর্শে, নিরাপত্তাবিষয়ক আশঙ্কার কারণে ভারত সফরে না যাওয়ার কথা আইসিসিকে জানায়। এরপরও ভারতের সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিও ও প্রতিবেদনসহ দ্বিতীয় দফায় আইসিসিকে চিঠি পাঠানো হয়। আইসিসির সঙ্গে ভিডিও কনফারেন্সেও বিষয়টি আলোচনা হয়েছে।

বিসিবি নতুন কোনো সিদ্ধান্ত না নেওয়ায় সমস্যা সমাধানের উদ্দেশ্যে আইসিসি প্রতিনিধি ঢাকায় আসছেন। বৈঠকে বিসিবি কর্মকর্তা, সহসভাপতি, ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান ও প্রধান নির্বাহী উপস্থিত থাকবেন। বাংলাদেশ সরকারের প্রতিনিধি সভায় থাকতে পারেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ৮ ডাকাত পুলিশের হাতে আটক

ফখরুলকে দেখেই চেয়ার ছেড়ে দাঁড়িয়ে সম্মান জানালেন তারেক রহমান

জামায়াতের সঙ্গে আলোচনাকে নিয়মিত বৈঠকের প্রেক্ষাপটে দেখা উচিত: রণধীর জয়সওয়াল

শোকজের জবাব না দিলে নাজমুলের বিরুদ্ধে যে ব্যবস্থা নেবে বিসিবি

সিরিয়া থেকে ২৫০ ছাগল চুরি করল ইসরায়েলি সেনারা, কমান্ডার বরখাস্ত

ধানের শীষে ভোট দিয়ে খালেদা জিয়ার প্রতি শোক জানাতে হবে : শফিক রেহমান