বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন কর্মসূচি পরিদর্শনে বগুড়ার জেলা প্রশাসক
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় পরিদর্শনসহ দিনব্যাপী বিভিন্ন সরকারি ও জনকল্যাণমূলক কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান।
গতকাল বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক নন্দীগ্রাম থানা পরিদর্শনের মাধ্যমে তার কর্মসূচি শুরু করেন। এরপর তিনি বুড়ইল ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। দুপুরে কহুলী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পরে একটি কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন তিনি। এরপর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরার সভাপতিত্বে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক তৌফিকুর রহমান সরকারি সেবার মান উন্নয়ন, স্বচ্ছতা ও জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। পরে তিনি উপজেলার অসহায় নারীদের মাঝে সেলাইমেশিন বিতরণ করেন। পাশাপাশি অসহায় মানুষের মাঝে অর্থ ও ঢেউটিন বিতরণ করেন। এছাড়াও উপজেলা ভূমি অফিস ও ভূমি অফিসের রেকর্ড রুমের চলমান সংস্কার কাজ পরিদর্শনসহ উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় ঘুরে দেখেন জেলা প্রশাসক। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরা, উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক, সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানসহ বিভিন্ন দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আরও পড়ুনমন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1768485750.jpg)



_medium_1768478216.jpg)
_medium_1768475079.jpg)
_medium_1768486858.jpg)

_medium_1768486109.jpg)