নাজমুল ইস্যুতে দুঃখ প্রকাশ করে নিজেদের অবস্থান জানাল বিসিবি
স্পোর্টস ডেস্ক : সম্প্রতি জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের আপত্তিকর ও বিরূপ মন্তব্যের ঘটনায় দেশের ক্রিকেট অঙ্গনে আলোচনা-সমালোচনা চলছে। ক্রিকেটারদের নিয়ে বিরূপ মন্তব্য করেছেন নাজমুল ইসলাম।
এসব ইস্যুতে আজ নিজেদের অবস্থান পরিষ্কার করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ড স্পষ্ট জানিয়ে দিয়েছে, কোনো পরিচালকের ব্যক্তিগত মন্তব্যের দায় বিসিবি বহন করবে না এবং ক্রিকেটের ভাবমূর্তি ক্ষুণ্ণ হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যথাযথ শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হবে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, বোর্ডের একজন সদস্যের সাম্প্রতিক কিছু মন্তব্য অনুচিত, আপত্তিকর এবং খেলোয়াড়দের জন্য কষ্টদায়ক হতে পারে। এ ধরনের বক্তব্যের জন্য বোর্ড আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। বিসিবি মনে করে, এ সব মন্তব্য বোর্ডের মূলনীতি ও পেশাদারিত্বের সঙ্গে মোটেও সামঞ্জস্যপূর্ণ নয়।
বিজ্ঞপ্তিতে পুনরায় জানানো হয়েছে যে, বিসিবির নির্ধারিত মুখপাত্র বা মিডিয়া বিভাগ ছাড়া অন্য কোনো পরিচালকের বক্তব্য বোর্ডের আনুষ্ঠানিক অবস্থান নয়।
আরও পড়ুনঅনুমোদিত চ্যানেলের বাইরে দেওয়া যেকোনো বক্তব্য সম্পূর্ণ ব্যক্তিগত এবং তা বিসিবির দৃষ্টিভঙ্গি প্রতিফলিত করে না। মূলত নাজমুল ইসলামের মন্তব্যের জেরে খেলোয়াড়দের মধ্যে তৈরি হওয়া ক্ষোভ ও উদ্বেগের প্রেক্ষিতেই এই কঠোর বার্তা দিল বোর্ড।
বিসিবি কঠোরভাবে সতর্ক করে দিয়েছে যে, কোনো ব্যক্তি যদি ক্রিকেটারদের প্রতি অসম্মানজনক আচরণ করেন কিংবা বাংলাদেশের ক্রিকেটের সুনাম ও ভাবমূর্তির ক্ষতি করেন, তবে তার বিরুদ্ধে যথাযথ শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হবে। এর মাধ্যমে বোর্ড বুঝিয়ে দিয়েছে যে, পরিচালকের পদে থাকলেও কাউকেই জবাবদিহিতার ঊর্ধ্বে রাখা হবে না।
বোর্ড তার বিজ্ঞপ্তিতে পুনর্ব্যক্ত করেছে যে, ক্রিকেটাররাই বাংলাদেশ ক্রিকেটের মূল কেন্দ্রবিন্দু। অতীতে এবং বর্তমানে যারা দেশের জন্য অবদান রেখেছেন, তাদের প্রতি বিসিবির পূর্ণ সম্মান ও সমর্থন রয়েছে। খেলোয়াড়দের মর্যাদা ও কল্যাণ রক্ষায় বিসিবি সবসময় অটল থাকবে এবং ক্রিকেটের প্রতিটি স্তরে পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখা হবে।
মন্তব্য করুন



_medium_1768406695.jpg)





