ভিডিও বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ৩০ পৌষ ১৪৩২

প্রকাশ : ১৫ জানুয়ারী, ২০২৬, ১২:১৩ রাত

নাজমুল ইসলামের পদত্যাগ নাকি বন্ধ থাকবে বিপিএল?

ছবি: সংগৃহীত, নাজমুলের পদত্যাগ নাকি বন্ধ থাকবে বিপিএল?

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে তৈরি হয়েছে বড় অনিশ্চয়তা। সিলেট পর্ব শেষে ঢাকায় শুরু হতে যাওয়া পর্বের আগেই কঠোর অবস্থান নিয়েছে ক্রিকেটারদের সংগঠন কোয়াব—বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগ না হলে বিপিএল বন্ধ।

নাজমুল ইসলামের বেতন, ক্ষতিপূরণ ও পারফরম্যান্স সংক্রান্ত মন্তব্যকে অপমানজনক ও পেশাদারত্ববিরোধী বলে অভিযোগ ক্রিকেটারদের। কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন জানান, ‘আগামীকাল ম্যাচ শুরুর আগে নাজমুল পদত্যাগ না করলে ক্রিকেটাররা কোনো খেলায় অংশ নেবেন না।’

তিনি বলেন, দীর্ঘদিন ধরে ক্রিকেটারদের বিভিন্ন দাবি ঝুলে আছে। তার ওপর নাজমুলের ধারাবাহিক বক্তব্য পরিস্থিতি আরও জটিল করেছে।

আরও পড়ুন

এদিকে বিসিবি এক বিজ্ঞপ্তিতে নাজমুলের মন্তব্যকে অনুপযুক্ত ও আপত্তিকর বললেও জানায়, এটি বোর্ডের অবস্থান নয়। ক্রিকেটারদের প্রতি সম্মান ও সমর্থনের কথাও পুনর্ব্যক্ত করে বোর্ড।

সব মিলিয়ে সমীকরণ পরিষ্কার—নাজমুলের পদত্যাগ হলে বিপিএল চলবে, না হলে ঢাকাপর্ব শুরুর আগেই বন্ধ হয়ে যেতে পারে টুর্নামেন্ট। সিদ্ধান্ত এখন বিসিবির হাতে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাজমুল ইসলামের পদত্যাগ নাকি বন্ধ থাকবে বিপিএল?

দিনের আলোয় বেশি সময় কাটালে যা হয়, কী বলছে গবেষণা

জয়পুরহাটের আক্কেলপুরে স্মার্ট ক্লাসরুম চালু

পাবনায় তিনটি কুকুরকে বিষ প্রয়োগে হত্যার অভিযোগ

রংপুরে পিঠা উৎসবে ক্রেতাদের ভিড়

বগুড়ার কাহালুতে মৎস্যজীবী সমবায়ীদের নিয়ে গণশুনানি অনুষ্ঠিত