জয়পুরহাটের আক্কেলপুরে স্মার্ট ক্লাসরুম চালু
আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার জামালগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে শিশুবরণ অনুষ্ঠান, দেয়াল পত্রিকা উন্মোচন এবং আধুনিক প্রযুক্তিনির্ভর ডিজিটাল স্মার্ট ক্লাসরুম উদ্বোধন।
আজ বুধবার (১৪ জানুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসমুখর হয়ে ওঠে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার ফারজানা জান্নাত। তিনি তার বক্তব্যে বলেন, শিক্ষার মানোন্নয়নে প্রযুক্তির ব্যবহার এখন আর বিলাসিতা নয় বরং সময়ের অনিবার্য চাহিদা।
আরও পড়ুনপ্রাথমিক স্তর থেকেই ডিজিটাল পাঠদান নিশ্চিত করতে না পারলে শিক্ষার আধুনিকায়ন থমকে যাবে। সরকারের পরিকল্পনা বাস্তবায়নে মাঠ পর্যায়ের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে আরও দায়িত্বশীল হতে হবে। দিনব্যাপী এ অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং পুরো সময় বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবের আমেজ বিরাজ করে।
মন্তব্য করুন







