ভিডিও বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ৩০ পৌষ ১৪৩২

প্রকাশ : ১৪ জানুয়ারী, ২০২৬, ১০:৪২ রাত

গাইবান্ধার শিপুল হত্যা মামলার দুই আসামি বগুড়ায় গ্রেফতার

গাইবান্ধার শিপুল হত্যা মামলার দুই আসামি বগুড়ায় গ্রেফতার

স্টাফ রিপোর্টার : গাইবান্ধার আলোচিত শিপুল মিয়া হত্যা মামলার প্রধান দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাব-১২ বগুড়ার সদস্যরা পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদেরভিত্তিতে জানা যায়, শিপন হত্যা মামলার পলাতক দুই আসামি গ্রেফতার এড়াতে বগুড়ার কাহালু এলাকায় অবস্থান করছে, পরে এই তথ্যের ভিত্তিতে আজ বুধবার (১৪ জানুয়ারি) ভোর ৪টা ৪৫ মিনিটে বগুড়া র‌্যাব-১২ এর আভিযানিক দল দুটি পৃথক অভিযানে নামে।

অভিযানকালে কাহালু উপজেলা কলমা ফাজিল মাদ্রাসার মাঠ হতে মামলার ১ নম্বর আসামি মামুন মিয়াকে (৩৬) গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন, একটি সিম কার্ড ও ১৪ হাজার ৮০ টাকা উদ্ধার করা হয়। ধৃত মামুন গাইবান্ধা পৌর এলাকার সবুজপাড়ার মৃত মনতাজ আলীর ছেলে। সেইসাথে একইদিন একই সময়ে কাহালুর কলমা গ্রামে আয়োজিত ইসলামি জলসাস্থলের পাশে একটি স্টল থেকে ওই হত্যা মামলার ২নম্বর আসামি আব্দুল আজিজকে (৩৫) গ্রেফতার করা হয়।

সে গাইবান্ধার পূর্ব সবুজপাড়ার আব্দুস সাত্তারের ছেলে। গ্রেফতারকৃত আসামিদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গাইবান্ধা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, গত বছরের ১৯ ডিসেম্বর বিকেলে শিপুল মিয়া (৪২) গাইবান্ধার স্থানীয় পুলবন্দি ঈদগাঁহের কাছে রাস্তায় দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন।

আরও পড়ুন

এসময় অজ্ঞাতনামা আসামিরা শিপুলের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। মোবাইল ফোন না দেওয়ায় আসামিরা শিপুল মিয়ার শার্টের কলার ধরে পাশেই ফাঁকা জমিতে নিয়ে গিয়ে মাথা, বুকে, পেটে এলোপাথারিভাবে লাথি মারতে থাকে। এসময় তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে আসামিরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

পরে লোকজন তাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২০ ডিসেম্বর ভোর ৬টার দিকে তিনি মারা যান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধার শিপুল হত্যা মামলার দুই আসামি বগুড়ায় গ্রেফতার

পৌষের বিদায় : মাঘের শুরু বৃহস্পতিবার, এ মাসেও জোড়ালো শীতের আভাস

বগুড়ায় ডিবি ও সাংবাদিক পরিচয়ে প্রকৌশলীকে অপহরণ করে মুক্তিপণ আদায়, টাকা উদ্ধারসহ গ্রেফতার ৩

এম নাজমুল পদত্যাগ না করলে বিপিএলসহ সব ধরনের ক্রিকেট বর্জনের হুমকি ক্রিকেটারদের

বাথরুমে একদম খোলামেলা গোসল করা যাবে কি?

আরও বাড়লো সোনার দাম, ভরি ২৩৪৬৮০ টাকা