ভিডিও বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ৩০ পৌষ ১৪৩২

প্রকাশ : ১৪ জানুয়ারী, ২০২৬, ০২:৩২ দুপুর

যেমন চেয়েছিলাম বিদায়টা তেমন হয়নি : জাবি আলোনসো 

যেমন চেয়েছিলাম বিদায়টা তেমন হয়নি : জাবি আলোনসো, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : অপ্রত্যাশিতভাবেই রিয়াল মাদ্রিদ থেকে চলে যেতে হলো জাবি আলোনসোকে। তিন বছরের চুক্তিতে সান্তিয়াগো বার্নাব্যুতে এলেও মাত্র সাত মাসেই তাকে কোচের পদ ছাড়তে হলো। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে পরাজয়ের পর ক্লাব থেকে বরখাস্ত হওয়া এই কোচ সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের আবেগঘন অনুভূতি প্রকাশ করেছেন। আলোনসোর পরিবর্তে ইতিমধ্যেই আলভারো আরবেলোয়াকে নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে আলোনসো শুরুতেই আক্ষেপ ঝরিয়ে লিখেন, ‘রিয়াল মাদ্রিদের সাথে পেশাদার অধ্যায়ের ইতি ঘটেছে। কিন্তু বিদায়টা আমরা যেমনটা চেয়েছিলাম, তেমন হয়নি।’ রিয়ালের মতো বিশ্বসেরা ক্লাবে কোচিং করানোকে বড় সম্মান ও মর্যাদার বিষয় হিসেবে উল্লেখ করেন তিনি। সাবেক এই লেভারকুসেন কোচ আরও যোগ করেন, ‘আমি ক্লাব, খেলোয়াড় এবং ভক্তদের প্রতি কৃতজ্ঞ। আমি সম্মান এবং নিজের সেরাটা দেওয়ার গর্ব নিয়েই বিদায় নিচ্ছি।’

পরিসংখ্যান বলছে, আলোনসোর অধীনে রিয়ালের পারফরম্যান্স মোটেও হতাশাজনক ছিল না। তার কোচিংয়ে ৩৪ ম্যাচের ২৪টিতেই জয় পেয়েছে লস ব্ল্যাঙ্কোসরা; বিপরীতে হার ছিল ৬টি ও ড্র ৪টি। তবে মাঠের ফলের চেয়ে ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কর্তৃপক্ষের সাথে মতভেদ এবং খেলোয়াড়দের একাংশের সাথে সম্পর্কের টানাপোড়েনই তার বিদায় ঘণ্টা ত্বরান্বিত করেছে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন

আলোনসোর বিদায়ে শূন্য হওয়া পদে আরবেলোয়াকে দায়িত্ব দিয়ে দ্রুত পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করেছে রিয়াল বোর্ড। বিদায়ী বার্তায় আলোনসো ক্লাবের প্রতি তার ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যেমন চেয়েছিলাম বিদায়টা তেমন হয়নি : জাবি আলোনসো 

নির্ধারিত ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে : প্রধান উপদেষ্টা

মুস্তাফিজ ইস্যুতে মুখ খুললেন সাকিব

গাজায় তীব্র শীতে ২১ শিশুসহ মৃত্যু বেড়ে ২৪

ম্যানইউ’র দায়িত্বে ক্যারিক

বিক্ষোভকারীদের ফাঁসি দিলে ‘অত্যন্ত কঠোর পদক্ষেপ’ নেবে যুক্তরাষ্ট্র : ট্রাম্প