১ লাখ সাড়ে ৭৪ হাজার হেক্টর জমিতে আবাদের লক্ষ্যমাত্রা
দিনাজপুরে বোরো বীজতলা তৈরিতে ব্যস্ত কৃষক
দিনাজপুর ও কাহারোল প্রতিনিধি : আমন আবাদের পর এখন বোরো ধান চাষের প্রস্তুতিতে শুরু হয়েছে ধানের জেলা দিনাজপুরে। বোরো আবাদের প্রস্তুতি হিসেবে এখন বীজতলা তৈরিতে ব্যস্ত কৃষকরা। কৃষি বিভাগ সূত্রে জানা যায়, দিনাজপুরে এবার ১ লাখ ৭৪ হাজার ৪৭০ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এরমধ্যে উফশী এক লাখ ১৬ হাজার ৪৭০ হেক্টর জমিতে এবং হাইব্রিড ৫৮ হাজার হেক্টর জমিতে চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। লক্ষ্যমাত্রা অর্জিত হলে চাল উৎপাদন হবে প্রায় সাত লাখ ৭৫ হাজার মেট্রিক টন। কৃষকরা জানান, আগে ভাগে বীজ বপণ করলে ধানের চারা সতেজ ও সবল হয় এবং আগাম বীজতলার চারা রোপণ করলে ফলন ভালো পাওয়া যায়।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আফজাল হোসেন জানান, এবার জেলার ১৩টি উপজেলার ১০৩টি ইউনিয়নে বোরো ধানের উৎপাদন সফল করতে কৃষি বিভাগ নানামুখী কার্যক্রম শুরু করেছে। জানুয়ারি মাসের শেষের দিকে জেলায় বোরো ধানের চারা রোপণ কার্যক্রম শুরু হবে। তবে আবহাওয়া অনুকূলে থাকায় বীজতলা ভালো হওয়ার কারণে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
দিনাজপুর কৃষি বিভাগ সূত্রে জানা যায়, জেলার ১৩টি উপজেলার মধ্যে সদর উপজেলায় ৫৬ হাজার ৭৮৮ হেক্টর, বীরগঞ্জে ১৪ হাজার ৯৫৫ হেক্টর, কাহারোলে ৫ হাজার ৭৫৮ হেক্টর, খানসামায় ৪ হাজার ৫৬৫ হেক্টর, চিরিরবন্দরে ১৭ হাজার ৭০৪ হেক্টর, বোচাগঞ্জে ৯ হাজার ২৫৫ হেক্টর, বিরলে ১৩ হাজার ৩৬৪ হেক্টর, পার্বতীপুরে ২৪ হাজার ৩৫০ হেক্টর, ফুলবাড়ীতে ১৪ হাজার ৫৮৫ হেক্টর, নবাবগঞ্জে ১ হাজার ৮৮০ হেক্টর, বিরামপুরে ১ হাজার ৬৪০ হেক্টর, হাকিমপুরে ৭ হাজার ৫০০ হেক্টর এবং ঘোড়াঘাটে ৯ হাজার ৯৩৫ হেক্টর জমিতে ইরি-বোরো চাষবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুনএছাড়াও জেলার ১৩টি উপজেলার ১০৩টি ইউনিয়নে দিনাজপুরে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) সাব-ডিলার ১৭ জন এবং বিসিআইসি ডিলার ১৩৩ জনসহ মোট ৩০৪ ডিলার সার বিক্রি করবেন।
এদিকে, দিনাজপুরের কাহারোলে উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি বছরে উপজেলার ৬টি ইউনিয়নে হাইব্রিড, উফশী ও স্থানীয় জাতের বোরো ধানের বীজতলা তৈরির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৭৯ হেক্টর জমিতে। এরমধ্যে ইতোমধ্যে ১৮০ হেক্টর জমিতে বীজতলা তৈরি করা হয়েছে।
এ বছর উপজেলায় ব্রি ধান-২৮, ২৯, ৫৮, ৮৮, ৮৯, ১০০ ও ১০২ জাতের বীজ ধানের বীজতলা তৈরি করছেন কৃষকেরা। বোরো চাষিদের কৃষি বিভাগের পক্ষ থেকে বিভিন্ন ধরনের পরামর্শ অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন





_medium_1768212347.jpg)


