ভিডিও রবিবার, ১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২

প্রকাশ : ১১ জানুয়ারী, ২০২৬, ১০:৪৩ রাত

সিরাজগঞ্জে শিশুদের ঝগড়ার জেরে মাহফিলে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

সিরাজগঞ্জে শিশুদের ঝগড়ার জেরে মাহফিলে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০, ছবি : দৈনিক করতোয়া

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চড়াচিথুলিয়া গ্রামে ইসলামী জলসায় শিশুদের ঝগড়ার জেরে একই গ্রামের দুই পক্ষের সংঘর্ষ অন্তত ২০ জন আহত হয়েছে। আজ রোববার ১১ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চরাচিথুলিয়া গ্রামে ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে। স্থানীয় বাসিন্দা এবং প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় দুই পক্ষের নেতৃত্বে ছিলেন জিয়ারুল ফকির এবং মাহফুজ সরকার।

গতকাল শনিবার রাতে গ্রামের একটি ইসলামী জলসায় ওয়াজ শুনতে গিয়ে মঞ্জু সরকারের ১৩ বছর বয়সী ছেলে নিরবের সাথে ইউসুফ ফকিরের ১৫ বছর বয়সী ছেলে শিমুলের ঝগড়া হয়। এ নিয়ে রাতেই নিরব এবং শিমুলের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। বিষয়টি দুই পক্ষের অভিভাবকরা জানার পর উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় গ্রামের ৫ শতাধিক নারী-পুরুষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।

সংঘর্ষে সরকার গ্রুপের আব্দুল মতিন সরকার(৪৫), রিপন সরকার(২৫), শিশির সরকার(৫০), টেক্কা সরকার(৪৫), মিলন সরকার(৪৪), আরিফ সরকার(৩৫) এবং ফকির গ্রুপের আলতাফ ফকির(৫২), সাগর ফকি(৪৮), জেলহক ফকির(৫৫), জিহাদ ফকির(৬০), শিমুল ফকির(৩৮), জিয়ারুল ফকির(৪৫), সাজেদা খাতুন(৩২), রাকিব ফকিরসহ(৫০) অন্তত ২০ জন আহত হন।

আরও পড়ুন

এ বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম জানান, জলসার ঘটনা কেন্দ্র করে আজ রোববার ১১ জানুয়ারি) সকালে দুইপক্ষ সংঘর্ষে জড়ালে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে শিশুদের ঝগড়ার জেরে মাহফিলে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

রংপুরে আনসার-ভিডিপি‘র ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন

দিনাজপুরের বোচাগঞ্জে করতোয়া কুরিয়ার সার্ভিসে চুরি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ট্রলির ধাক্কায় বৃদ্ধ নিহত

দৈনিক করতোয়ায় ‘মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ দেয়া হবে

আগামী এক-দুই দিনের মধ্যে জানা যাবে জোটে কত আসন পাবে এনসিপি