ভিডিও রবিবার, ১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২

প্রকাশ : ১১ জানুয়ারী, ২০২৬, ০৯:০৯ রাত

দিনাজপুরের বীরগঞ্জে ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট বার্তা নিয়ে ভোটের গাড়ি

দিনাজপুরের বীরগঞ্জে ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট বার্তা নিয়ে ভোটের গাড়ি। ছবি : দৈনিক করতোয়া

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব সাধারণ মানুষের কাছে তুলে ধরতে বিশেষ প্রচার কার্যক্রম চালিয়েছে ভ্রাম্যমাণ ভোটের গাড়ি।

আজ রোববার ১১ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পৌর শহরের বিজয়ের চত্বর প্রাঙ্গণে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে পরিচালিত এই প্রচারণা দেশের চাবি আপনার হাতে এই প্রতিপাদ্যে দেশব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে আয়োজন করা হয়।

এ সময় উপজেলা কমপ্লেক্স এলাকায় স্থানীয় সাধারণ মানুষের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়। বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন বলেন, ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণে উদ্বুদ্ধ করা এবং নির্বাচন ও গণভোট বিষয়ে সঠিক ও প্রয়োজনীয় তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকারের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে। গাড়ির মাধ্যমে প্রত্যন্ত এলাকাতেও নাগরিকদের কাছে নির্বাচন সংক্রান্ত বার্তা পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে বলে জানান তিনি।

আরও পড়ুন

এসময় বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহরিয়ার মান্নান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শরিফুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফজলে ইবনে কাওছার আলীসহ উপজেলা ও পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের বীরগঞ্জে ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট বার্তা নিয়ে ভোটের গাড়ি

কুড়িগ্রামে খাদ্য গুদামে দুদকের অভিযান, গোডাউন সিলগালা

পাবনার চাটমোহরে বিরোধের জেরে বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

শাশুড়ির মমতায় মুগ্ধ ফরাসি পুত্রবধূ

বগুড়ার শেরপুরে সেচ পাম্পের দুটি ট্রান্সফরমার চুরি

সেই ২৫ বাংলাদেশিকে ক্ষমা করে দিলো আরব আমিরাত