ভিডিও রবিবার, ১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২

প্রকাশ : ১১ জানুয়ারী, ২০২৬, ০৮:৫৪ রাত

পাবনার চাটমোহরে বিরোধের জেরে বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

পাবনার চাটমোহরে বিরোধের জেরে বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহরে জমি নিয়ে বিরোধের জেরে বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের দাঁথিয়া কয়রাপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মৃত আতাউর রহমানের স্ত্রী আনোয়ারা খাতুন।

অভিযুক্তরা হলো- দাঁথিয়া কয়রাপাড়ার মৃত বসরত প্রামাণিকের ছেলে আইয়ুব আলী, তার ছেলে হৃদয় হোসেন ও ফৈলজানা ইউনিয়ন পরিষদের সদস্য লোকমান হোসেনের লোকজন। জানা যায়, জমি নিয়ে বিরোধের জেরে গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় আনোয়ারা খাতুনের ছেলে সোহাগের বাড়িতে বহু মোটরসাইকেল  যোগে আইয়ুবের পক্ষ হয়ে লোকমান হোসেন বহিরাগত সন্ত্রাসী নিয়ে হামলা চালায়।

এসময় বাড়ি-ঘর ভাঙচুর, দুই লাখ টাকা লুটপাট ও সোহাগের মা আনোয়ারা খাতুনকে মারধর করে। একইসাথে সোহাগকে প্রাণনাশের হুমকি দেয় তারা। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, গতকাল শনিবার সন্ধ্যায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। অভিযোগের বিষয়ে কথা বলতে যোগাযোগের চেষ্টা করলে অভিযুক্ত আইয়ুব আলীর ফোন বন্ধ পাওয়া যায়।

আরও পড়ুন

তার ছেলে হৃদয় হোসেন পরে কথা বলবেন বলে ফোন কেটে দেন। তবে ফৈলজানা ইউনিয়নের মেম্বার লোকমান হোসেন বলেন, এই সমস্যা নিয়ে বসার কথা ছিল সে জন্যই ওখানে গিয়েছিলাম। কিন্তু পরে যে ভাঙচুরের ঘটনা ঘটবে তা বুঝতে পারিনি। দুই তিনদিন পর আবারও বসার কথা আছে সেখানে একটা সুষ্ঠু সমাধান হবে বলে আশা করি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে খাদ্য গুদামে দুদকের অভিযান, গোডাউন সিলগালা

পাবনার চাটমোহরে বিরোধের জেরে বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

শাশুড়ির মমতায় মুগ্ধ ফরাসি পুত্রবধূ

বগুড়ার শেরপুরে সেচ পাম্পের দুটি ট্রান্সফরমার চুরি

সেই ২৫ বাংলাদেশিকে ক্ষমা করে দিলো আরব আমিরাত

বগুড়ায় ভেজাল গুড় কারখানায় অভিযান, ১০ হাজার টাকা জরিমানা