বগুড়ার সোনাতলায় বিভিন্ন মামলায় নারীসহ ১৪ জন গ্রেফতার
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সোনাতলায় বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ১৪ আসামিকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। থানা সূত্রে জানা গেছে, আজ রোববার ১১ জানুয়ারি) সোনাতলা থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ১৪ আসামিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো-সোনাতলা সদর ইউনিয়নের মন্ডমালা নয়াপাড়া গ্রামের ছানোয়ার হোসেনের স্ত্রী ছায়মন বেগম (৪৫), বালুয়া ইউনিয়নের হারিয়াকান্দি গ্রামের মানিক মিয়ার স্ত্রী সাবানা বেগম (৩৫), পৌর এলাকার গড়চৈতন্যপুর গ্রামের বিটুল মিয়ার স্ত্রী লাভলী বেগম (৩০), দিগদাইড় ইউনিয়নের মহিচরণ গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী মাহমুদা বেগম (৪৮), একই গ্রামের ছালেক উদ্দীনের ছেলে ইউনুছ আলী (৪২), পৌর এলাকার কামারপাড়া গ্রামের আসাদুল হকের ছেলে শাহিন (৩৫), বালুয়া ইউনিয়নের দাউদপুর গ্রামের হাফিজার রহমানের ছেলে সোহাগ প্রধান (৩৪), পাকুল্লা ইউনিয়নের রাধাকান্তপুর গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে মোবাশ্বির ইকবাল মানিক (৪৩), জোড়গাছা ইউনিয়নের গোসাইবাড়ী গ্রামের আব্দুল হালিমের ছেলে মাছুম হাবিব (৩২), একই ইউনিয়নের সোনাকানিয়া গ্রামের মহির উদ্দিনের ছেলে রবিউল ইসলাম (৩৬)।
এছাড়া দিগদাইড় পিছনপাড়া গ্রামের মৃত লবেজ আলী আকন্দের ছেলে ভুট্টা মিয়াকে (৪২) ১২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও শিহিপুর গ্রামের মৃত নছির উদ্দিনের ছেলে দুলাল মিয়াকে ১১০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছে সোনাতলা থানা পুলিশ।
আরও পড়ুনঅপরদিকে চুরির মামলায় সদর ইউনিয়নের কাবিলপুর গ্রামের মৃত আলেছ উদ্দিনের ছেলে দিলদার হোসেন (৪৬) ও সোনাতলা নতুন বন্দরের আব্দুল লতিফের ছেলে ছোলেমান হোসেন ছনিকে (৩২) পুলিশ গ্রেফতার করে। সোনাতলা থানার অফিসার ইনচার্জ কবীর হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
মন্তব্য করুন






_medium_1768139007.jpg)


