ভিডিও রবিবার, ১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২

প্রকাশ : ১১ জানুয়ারী, ২০২৬, ০৭:০৩ বিকাল

ঘরে ঘরে পিঠা-পুলিতে চলছে শীতের উৎসব

ঘরে ঘরে পিঠা-পুলিতে চলছে শীতের উৎসব

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: চলছে শীত কাল। কনকনে শীতে চারিদিকে ঢেকে রাখছে ঘনকুয়াশা। মিষ্টি রোদ ঘনকুয়াশাকে মিলিয়ে দেয়। আকাশে ছোট বড় মেঘ সূর্যকে ঢেকে রাখছে। ঘন কুয়াশার কারণে যেন অন্ধকারে ছেঁয়ে যায় চারদিক।

শিশির ভেজা সকাল-সন্ধ্যায় ভাপা পিঠা আর পুলি পিঠায় মুখোরিত হয়ে উঠেছে গ্রামীণ জনপদ। বাড়ি বাড়ি চলছে শীতের দিনের নানান প্রকারের পিঠা-পুলি খাওয়ার উৎসব। শীতের খাবারের মধ্যে প্রধান আকর্ষণ হচ্ছে খেজুরের গুড় ও ভাপা পিঠা

নওগাঁর পোরশা উপজেলার প্রতিটি গ্রামের বাড়ি বাড়ি এখন যেন শীতের আমেজ পড়েছে। চলছে শীতের নানান ধরণের পিঠা-পুলি খাওয়ার উৎসব। ফুটপাতগুলোতেও চলছে ভাপা, চিতই, কালাইরুটি সহ বিভিন্ন ধরণের পিঠা তৈরি বিক্রি এবং খাওয়ার ধুম।

ঘন কুয়াশা আর তীব্র শীতে রান্না ঘরে বসে মায়ের হাতের মিষ্টি পিঠা খাওয়ার মজাই আলাদা। যোগ হয়েছে বিভিন্ন বাজার ও মোড়ের ফুটপাতে বসা ভ্রাম্যমাণ বাহারি রঙের পিঠা। শীতের রাতে গরম গরম ভাপা পিঠা আর পুলি পিঠা খাওয়ার মজাটা যেন সবাই এসে ভাগ করে নেয় এসব ফুটপাতের দোকানগুলোতে।

আরও পড়ুন

ফুটপাতের দোকানগুলোতে বসার জন্য দোকানের দুই পাশে রাখা হয়েছে লম্বা বেঞ্চ। পিঠা খেতে আসা ক্রেতারা বেঞ্চে বসে জমিয়ে আড্ডা দিয়ে পিঠা-পুলি খেয়ে তৃপ্তি নিচ্ছেন। এসব ফুটপাতের দোকানগুলোতে সাধারণত কর্মব্যস্ত মানুষগুলোই বেশি ভিড় জমাচ্ছেন।

পোরশা উপজেলার একজন ভ্রাম্যমাণ পিঠাপুলি ব্যবসায়ী জানান, তিনি দীর্ঘদিন  পিঠা-পুলির ব্যবসা করে আসছেন। তার সাংসারিক বিভিন্ন কাজের পাশাপাশি এ পেশা ধরে রেখেছেন। অল্প খরচে ভালো লাভের আশায় প্রতিদিন সকাল-সন্ধ্যা তিনি এ ব্যবসা করছেন। এ ব্যবসায় তার বেশ ভাল  হয় বলেও তিনি জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘরে ঘরে পিঠা-পুলিতে চলছে শীতের উৎসব

আলোচিত মোসাব্বির হ / ত্যা : যেভাবে আ’সা’মিরা ডিবির জালে

বগুড়ার দুপচাঁচিয়ায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২২

গণভোটের মার্কা হচ্ছে টিকচিহ্ন : আলী রীয়াজ

বর্তমান সরকার প্রশ্নফাঁস ঠেকাতে ব্যর্থ : ছাত্র অধিকার পরিষদের মাহতাব

২০২৬ সালের লক্ষ্য নির্ধারণে উত্তরা ব্যাংক পিএলসি-এর বিজনেস ডেভলপমেন্ট কনফারেন্স