ভিডিও রবিবার, ১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২

প্রকাশ : ১১ জানুয়ারী, ২০২৬, ০২:৪৭ দুপুর

প্রথম দল হিসেবে বিগ ব্যাশের প্লেঅফে রিশাদের হোবার্ট

প্রথম দল হিসেবে বিগ ব্যাশের প্লেঅফে রিশাদের হোবার্ট, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : এবারের বিগ ব্যাশ আসরে প্রথম দল হিসেবে প্লেঅফে উঠেছে রিশাদ হোসেনদের হোবার্ট হারিকেন্স। রোববার (১১ জানুয়ারি) সিডনি সিক্সার্সের বিপক্ষে ম্যাচটি বৃষ্টির কারণে বাতিল হয়ে যাওয়ায় তাদের প্লেঅফ নিশ্চিত হয়।

সিডনি স্টেডিয়ামে সিডনি-হারিকেন্স ম্যাচটি মাঠে গড়িয়েছিল। স্বাগতিকরা ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে ৫ ওভার ব্যাট করেছিল। এরপর নামে বৃষ্টি। ম্যাচটি শুরু হয়েছিল বাংলাদেশ সময় ৯টা ৫ মিনিটে। বৃষ্টি বিঘ্ন ঘটানোয় প্রায় দুই ঘণ্টা অপেক্ষা শেষে আম্পায়াররা ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন। ৯ ম্যাচ শেষে হোবার্টের পয়েন্ট ১৩। টেবিলের ৫, ৬, ৭ ও ৮ নম্বরে থাকা দলগুলোর পক্ষে তাদের ধরা সম্ভব না। কারণ ৮ পয়েন্ট নিয়ে পাঁচে থাকা ব্রিসবেন হিটের ম্যাচ বাকি ২টি, অ্যাডিলেড স্ট্রাইকার্স ও মেলবোর্ন রেনেগাদসের ৩টি করে ম্যাচ বাকি থাকলেও তাদেরও হিটের মতো সর্বোচ্চ ১২ পয়েন্ট অর্জন করা সম্ভব। হোবার্টের পক্ষে টেবিল টপার হওয়াও সম্ভব, সে জন্য পরের ম্যাচে হিটের বিপক্ষে জয়ই যথেষ্ট।

হোবার্টের এই যাত্রাপথে রিশাদের অবদান গুরুত্বপূর্ণ। দলের সর্বোচ্চ উইকেটশিকারি তো বটেই, এই বিগ ব্যাশে স্পিনারদের মধ্যে সর্বোচ্চ উইকেট নেওয়া বোলারও তিনি। ২০.৮১ গড় ও ৭.৬৩ ইকোনমিতে নিয়েছেন ১১ উইকেট। রিশাদের ম্যাচসংখ্যাও তার গুরুত্ব বুঝিয়ে দেয়, বাংলাদেশি লেগি হোবার্টের প্রতিটি ম্যাচেই খেলেছেন। বিগ ব্যাশে অভিষেক হওয়ার আগেই রিশাদ হোবার্টের কাছ থেকে স্তুতিবাক্য পেয়েছিলেন। তার ওপর মুগ্ধ হয়েই তো দুবার দলে নিলো। 

দলটির হাই পারফরম্যান্স ইউনিটের জেনারেল ম্যানেজার স্যালিয়ান ব্রিগস জানান, রিশাদকে নিতে বড় ভূমিকা রেখেছেন রিকি পন্টিং। টি-টোয়েন্টি বিশ্বকাপে টাইগার স্পিনারের পারফরম্যান্স নজর কেড়েছিল অস্ট্রেলিয়ান কিংবদন্তির। আগ্রাসী বোলিং আর উইকেট নেয়ার সামর্থ্যের কারণেই রিশাদকে বেশি পছন্দ হোবার্ট হারিকেন্সের।

আরও পড়ুন

পারফরম্যান্স দিয়েও রিশাদ প্রশংসা কুড়াচ্ছেন। সতীর্থ টিম ডেভিড গত ২৭ ডিসেম্বর রিশাদের প্রশংসায় বলেন, ‘প্রথমবার অস্ট্রেলিয়ায় খেলতে এসে রিশাদ হোসেন কতটা ভালো করছে তা আমরা দেখতে পাচ্ছি। তাকে দলে পাওয়াটা দারুণ ব্যাপার। এমনকি ছোট সোজা বাউন্ডারিতেও আপনি তার হাতে বল তুলে দিতে পারেন, কারণ সে অনেক বিচক্ষণ। তার মধ্যে বিশেষ একটা ব্যাপার রয়েছে।’

বিগ ব্যাশে রিশাদের আগে একমাত্র বাংলাদেশি হিসেবে অভিষেক হয়েছিল সাকিব আল হাসানের। উইকেটশিকারের দিক থেকে তাকে ছাড়িয়ে গেছেন রিশাদ। টাইগার অলরাউন্ডার অ্যাডিলেড স্ট্রাইকার্স ও মেলবোর্ন রেনেগাদসের হয়ে যথাক্রমে ২০১৩-১৪ ও ২০১৪-১৫ মৌসুমে ৬ ম্যাচ খেলে ৯ উইকেট নিয়েছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথম দল হিসেবে বিগ ব্যাশের প্লেঅফে রিশাদের হোবার্ট

বরিশালে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

জাপা ও এনডিএফ’র প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ ঘোষণা করা হবে না : হাইকোর্টের রুল

স্কুল ব্যাগে পাওয়া শক্তিশালী বোমা নিষ্ক্রিয় করল বোম্ব ডিসপোজাল ইউনিট

ইরানের বিক্ষোভকারীদের ‘সৃষ্টিকর্তার শত্রু’ আখ্যা, মৃত্যুদণ্ডের হুঁশিয়ারি 

এফএ কাপে প্রতিপক্ষের জালে ১০ গোল ম্যানসিটি’র