সিরাজগঞ্জে আবারও সবজির দাম বৃদ্ধি
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জে আবারও সবজির দাম বৃদ্ধি পেয়েছে। এতে বিপাকে ক্রেতারা।
বাজার গিয়ে জানা যায়, প্রতি কেজি ফুলকপি ৪০/৫০ টাকা বিক্রি হচ্ছে। অথচ ১৫দিন আগেও ছিল ১০ টাকা কেজি।
এছাড়া সবধরণের সবজির দাম বেড়েছে। বেগুন ৭০ টাকা থেকে ৮০ টাকা কেজি, আলু ৫০/৬০ টাকা কেজি, কাঁচা মরিচ ১২০ টাকা কেজি, লাউ ৫০/৬০ টাকা প্রতি পিস, টমেটো ৮০ টাকা কেজি, বাঁধাকপি প্রতি পিস ২৫/৩০ টাকা, শসা ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বড় বাজারে আসা ক্রেতা আব্দুল আল ফারুক জানান, এক ১৫দিন আগেও ফুলকপি ছিল মাত্র ৬ টাকা কেজি। আজ কিনতে হচ্ছে ৫০ টাকায়। এছাড়া অন্যান্য সবজির দামও চড়া।
আরও পড়ুনসিরাজগঞ্জ পৌর কাঁচাবাজারের আড়ৎদার হাফিজুল ইসলাম জানান, সবজির দাম উর্ধমূখী। সবজির সরবরাহ থাকলেও দাম বাড়ার কারণ বলতে পারছিনা।
মন্তব্য করুন








