নওগাঁর ধামইরহাট সীমান্তে ১৪শ’ পিস নেশা জাতীয় ট্যাবলেটসহ চোরাকারবারি আাটক
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে ১৪শ’ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক চোরাকারবারি গোলাম রব্বানীকে(৩৩) আটক করেছে।
১৪ বিজিবি পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আব্দুল্লাহ আল মামুন জানান, আজ শুক্রবার (৯ জানুয়ারি) ভোর রাতে উপজেলার কালুপাড়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. বাদশা আলমগীরের নেতৃত্বে বিজিবি সদস্যরা সীমান্ত পিলার ২৬৪ এর আনুমানিক পাঁচ কিলোমিটার অভ্যন্তরে ধামইরহাট বাজারের জনৈক রফিক এর চা দোকানের সামনে অভিযান চালায়।
আরও পড়ুনঅভিযানে ১ হাজার ৪শ’ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১টি বাইসাইকেল ও ১টি মোবাইলসহ মো. গোলাম রব্বানীকে আটক করা হয়। আটক গোলাম রব্বানী উপজেলার নেউটা গ্রামের মো. নুরুজ্জামান হোসেনের ছেলে। আটককৃত মালামালের সিজার মূল্য প্রায় ২ লাখ ৮৬ হাজার টাকা। পরবর্তীতে বিজিবি বাদি হয়ে ধামইরহাট থানায় একটি মামলা দায়ের করেছে।
মন্তব্য করুন








_medium_1767972202.jpg)