ভিডিও শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২

প্রকাশ : ০৯ জানুয়ারী, ২০২৬, ০৯:৩৯ রাত

রংপুরের কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে পানি সরবরাহ না থাকায় ভোগান্তি

রংপুরের কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে পানি সরবরাহ না থাকায় ভোগান্তি

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওয়ার্ডে সপ্তাহ ধরে পানি সরবরাহ বন্ধ রয়েছে। এতে করে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও রোগীর স্বজনরা ভোগান্তিতে পড়েছে। তবে স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: মেহেদী হাসান বলেন, পানির সরবরাহ লাইনের ত্রুটির ফলে মাঝে মাঝে তিন তলায় ওয়ার্ডে সমস্যা দেখা দেয়। পানির সরবরাহ স্বাভাবিক করতে চেষ্টা চলছে।

আজ শুক্রবার (৯ জানুয়ারি) সরেজমিনে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনের তিন তলায় পুরুষ ওয়ার্ডে এবং বাথরুমে পানি নাই। পানি সরবরাহ বন্ধ থাকায় ওয়ার্ডে ভর্তি হওয়া রোগী ও স্বজনরা নিচ থেকে পানি এনে ওয়াসরুমে ও বাথরুমে পানি ব্যবহার করছেন।

হাবিবুর রহমান নামে এক রোগীর স্বজন বলেন, চিকিৎসা নিতে এসে এমন দুর্ভোগ কখনো কল্পনা করিনি। পানি ছাড়া হাসপাতাল কীভাবে চলে? গত কয়েকদিন ধরে পানি সমস্যা দেখা দিলেও সমাধান না হওয়ায় কর্তৃপক্ষের দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

আরও পড়ুন

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সুজয় সাহা বলেন, আমি গতকাল বৃহস্পতিবার অফিস করেছি। তিন তলায় পুরুষ ওয়ার্ডে পানি সরবারহ সমস্যার কথা কেউ অবগত করেননি। সপ্তাহ ধরে নয়, মাঝে মাঝে পানির সরবরাহের সমস্যা দেখা দেয়।

পানির সরবরাহ স্বাভাবিক করতে জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরে কথা হয়েছে, তারা সমাধানের চেষ্টা করছে।  রংপুর জেলা সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা বলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সাথে কথা বলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে পানি সরবরাহ না থাকায় ভোগান্তি

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হলেন নাজিমুদ্দিন আলম

সংখ্যালঘু ও সংখ্যাগুরু বিভাজন করে আ’লীগ রাজনীতি করেছে : এটিএম আজহারুল ইসলাম

গণভোটে ‘না’ দেয়ার সুযোগ নেই: মির্জা ফখরুল

সিরাজগঞ্জ-ঈশ্বরদী ও রাজশাহীতে রেলপথের চার স্থানে ফাটল, মেরামতের পর ট্রেন চলাচল শুরু

কুড়িগ্রামে নিয়োগ পরীক্ষা শুরুর আগেই আটক ১১