সিরাজগঞ্জ-ঈশ্বরদী ও রাজশাহীতে রেলপথের চার স্থানে ফাটল, মেরামতের পর ট্রেন চলাচল শুরু
সিরাজগঞ্জ ও রাজশাহী প্রতিনিধি: সিরাজগঞ্জ ও পাবনার ঈশ্বরদী রেলপথের ৩টি স্থানে লাইনের সংযোগে ফাটল দেখা দিয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে ও রাতে সিরাজগঞ্জে এবং আজ শুক্রবার (৯ জানুয়ারি) সকালে রাজশাহীতে এ ঘটনা ঘটে।
সিরাজগঞ্জ বাজার রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) বাকি উল্লাহ বলেন, গতকাল বৃহস্পতিবার সকালে পাবনার দিলপাশার এলাকায় রেললাইনের একটি সংযোগের উপরের অংশে ফাটল দেখা দেয়। তাৎক্ষণিক সেটি মেরামত করা হয়েছে।
পরে রাতে সিরাজগঞ্জের উল্লাপাড়া ও পাবনার মুলাডুলি এলাকায় রেললাইনের ২টি স্থানে একই ধরনের ফাটল দেখা দেয়। সংবাদ পেয়ে দ্রুত সেখানে মেরামত ও পাহারার ব্যবস্থা করা হয়। রাত ১০টায় মুলাডুলি এলাকার লাইন মেরামত কাজ শেষ হয়েছে। উল্লাপাড়ায় মেরামতের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে বলেও জানান তিনি।
এদিকে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী রেলস্টশন এলাকায় রেললাইনের পাত ভেঙে যাওয়ায় পৌনে এক ঘণ্টা বন্ধ ছিল ট্রেন চলাচল। মেরামতের পর আবারও ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তবে ট্রেন চলে ধীরগতিতে। স্থানীয়রা জানান, আজ শুক্রবার (৯ জানুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে আড়ানী স্টেশনের অদূরে রেললাইনের পাত ভাঙা অবস্থায় দেখতে পান স্থানীয় কয়েকজন।
আরও পড়ুনবিষয়টি রেল বিভাগকে জানালে রাজশাহী থেকে ঢাকা অভিমুখে যাওয়া সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন আড়ানী রেলস্টেশনের আগেই থামিয়ে দেয়। সরদহ স্টেশনে মহানন্দা ট্রেন এবং আড়ানীতে ঈশ্বরদী কমিউটার থামানো হয়। এতে রাজশাহীর সাথে সারাদেশের সাথে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে রেলওয়ের কর্মীরা অস্থায়ীভাবে রেলপথ মেরামত করলে ৯টার আবারও ট্রেন চলাচল শুরু হয়।
রাজশাহী রেলস্টেশনের ম্যানেজার জিয়াউল আহসান বলেন, সব মিলে ৪৫ মিনিটের মতো সিল্কসিট এক্সপ্রেস ট্রেন দাঁড়িয়ে ছিল। পরে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। রেলওয়ের শ্রমিকরা কাজ করছিল। পশ্চিমাঞ্চল রেলের ব্যবস্থাপনা পরিচালক ফরিদ আহমেদ বলেন, ভাঙা রেললাইন দিয়ে ১০ কিলোমিটার গতিতে ট্রেনগুলো পার করা হয়েছে। তবে দুপুরের মধ্যে পুরোপুরি মেরামত করা হয়।
মন্তব্য করুন







