পাবনার বেড়ার ঐতিহ্যবাহী সবজি খিচুড়ি উৎসবের একযুগ পূর্তি
বেড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার বেড়ায় পৌরসভার দক্ষিণপাড়া মহল্লায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী বার্ষিক সবজি খিচুড়ি উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৯ জানুয়ারি) পালিত হয় উৎসবের ১২তম বছর। উৎসবকে কেন্দ্র করে এলাকায় মেয়ে-জামাইসহ আত্মীয়স্বজনদের ব্যাপক সমাগম ঘটে।
সরেজমিনে গিয়ে জানা যায়, এবারের উৎসবে প্রায় ৬ মণ চাল, ৩ মণ মসুর ডাল এবং শীতকালীন সব ধরণের সবজি মিলে ১৩০ মণ খিচুড়ি প্রস্তুত করা হয়। উৎসবে দক্ষিণপাড়াসহ পৌর এলাকার দাসপাড়া, কর্মকারপাড়া, স্যানালপাড়া, শেখপাড়া, শাহপাড়া ও হাতিগাড়া মহল্লার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
স্থানীয়রা জানান, খিচুড়ি উৎসবটি এখন শুধু সামাজিক আয়োজন নয়, বরং এটি এলাকার ঐতিহ্য ও বিনোদনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। প্রতি বছর জানুয়ারি মাসের মাঝামাঝি অনুষ্ঠিত উৎসবকে ঘিরে এলাকায় আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। দূর-দূরান্তে বসবাসকারী স্বজনেরা গ্রামে আসেন। বহুদিন পর প্রিয়জনদের সাথে দেখা হওয়ায় সবার মাঝে ফিরে আসে পুরোনো স্মৃতি ও আবেগ।
আরও পড়ুনউৎসবের অন্যতম আয়োজক ফজলুর রহমান বলেন, ২০১৫ সালে আমরা কয়েকজন বন্ধু মিলে প্রথম এক হান্ডি খিচুড়ি রান্না করে এই উৎসব শুরু করি। এরপর থেকে প্রতি বছরই নিয়মিতভাবে এটি আয়োজন করা হচ্ছে।
চলতি বছর উৎসবে ২৬ হান্ডি সবজি খিচুড়ি রান্না করা হয়। যা গত বছরের তুলনায় ২ হান্ডি বেশি। ধনী-গরিব সবাই এই উৎসবে একসাথে অংশ নেয়। এই উৎসব এখন আত্মীয়স্বজনদের মিলনমেলায় পরিণত হয়েছে।
মন্তব্য করুন








