ভিডিও সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬, ২১ পৌষ ১৪৩২

প্রকাশ : ০৫ জানুয়ারী, ২০২৬, ০৭:৪১ বিকাল

বগুড়ার নন্দীগ্রামে দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ল কৃষকের পাঁচটি খড়ের পালা

বগুড়ার নন্দীগ্রামে দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ল কৃষকের পাঁচটি খড়ের পালা

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে দুর্বৃত্তের দেওয়া আগুনে তিনজন কৃষকের ২০ বিঘা জমির পাঁচটি খড়ের পালা পুড়ে ভস্মিভূত হয়েছে। গত রোববার দিবাগত রাতে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের চাকলমা গ্রামের মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, চলতি আমন মৌসুমে কৃষক আমিনুল ইসলাম, মোকসেদ আলী ও ইসমাইল হোসেন জমি থেকে ধান কেটে বাড়ি সংলগ্ন খোলায় নিয়ে এসে, ধানমাড়াই করে আলাদা করে ২০ বিঘা জমির পাঁচটি খড়ের পালা দেন। এরপর রোববার গভীর রাতে ওই পাঁচ খড়ের পালায় আগুন দেয় দুর্বৃত্তরা। মুহূর্তেই আগুন বড় আকার ধারণ করলে প্রতিবেশীরা ছুটে এসে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়।

খবর পেয়ে নন্দীগ্রাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই বেশিরভাগ খড় পুড়ে যায়। এতে আনুমানিক দুই লাখ টাকা ক্ষতিসাধন হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্ত কৃষকরা।

আরও পড়ুন

কৃষক আমিনুল ইসলাম বলেন, কে বা কারা শত্রুতা করে আগুন ধরিয়ে খড় পুড়িয়ে দিয়েছে। দুর্বৃত্তের দেওয়া আগুনে আমার ১৭ বিঘা জমির ধানের খড় পুড়ে গেছে। এছাড়া গাছপালার ক্ষতিসাধন হয়েছে। তিনি জানান, মোকসেদ আলীর একটি এবং ইসমাইল হোসেনেরও একটি খড়ের পালায় আগুন দেয় দুর্বৃত্তরা। এতে তাদের আনুমানিক ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

আজ সোমবার (৫ জানুয়ারি) বিকেলে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, বিষয়টি আমার জানা নেই। কেউ লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার নন্দীগ্রামে দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ল কৃষকের পাঁচটি খড়ের পালা

গাজীপুরে তাহরিমা জান্নাত সুরভীর জামিন মঞ্জুর

বগুড়ার কাহালুতে ফার্মে আগুন লেগে এক হাজার মুরগি পুড়ে ছাই

উত্তরের কনকনে শীতল বাতাস ও তীব্র কুয়াশায় বেড়েছে শীতের তীব্রতা

অন্তর্বর্তী সরকারের সময়ে চালু হচ্ছে না শাহজালালের থার্ড টার্মিনাল

নওগাঁর নিয়ামতপুরে মাটি ব্যবসায়ীর ৫০ হাজার টাকা জরিমানা