বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বিপ্লবী ওয়ার্কাস পার্টির নেতৃবৃন্দ। আজ রবিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী ও আকবর খান।
বৈঠকে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে তারেক রহমান সহ তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জারিয়েছেন বিপ্লবী ওয়ার্কাস পার্টির নেতৃবৃন্দ। এসময় দেশের সামগ্রিক পরিস্থিতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়েও আলোচনা করেন তারা।
বৈঠকে দেশে বিভক্তি ও বিভাজনের রাজনীতিতে উদ্বেগ প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, কিন্তু বিভাজনের সংস্কৃতি এড়িয়ে চলতে হবে। তা না হলে আমাদের সম্ভাবনা নষ্ট হয়ে যাবে। জাতীয় স্বার্থে ঐক্য ধরে রাখতে হবে।
জাতীয় ঐক্য ও সংহতি জোরদার করার উপর গুরুত্বারোপও করেন তিনি। এর আগে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে রাখা শোক বইতে স্বাক্ষর করেন বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী ও আকবর খান।