ভিডিও রবিবার, ০৪ জানুয়ারি ২০২৬, ১৯ পৌষ ১৪৩২

প্রকাশ : ০৪ জানুয়ারী, ২০২৬, ০১:৪৫ রাত

গোলামির দিন শেষ, ক্রিকেটারদের অবমাননা মেনে নেব না : আসিফ নজরুল

ছবি: সংগৃহীত, 'গোলামির দিন শেষ, ক্রিকেটারদের অবমাননা মেনে নেব না : আসিফ নজরুল

স্পোর্টস ডেস্ক : অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, কোনো অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেট, ক্রিকেটার কিংবা দেশকে অবমাননা মেনে নেওয়া হবে না। তিনি স্পষ্ট করে বলেন, “গোলামির দিন শেষ।”

শনিবার (৩ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা জানান।

আসিফ নজরুল বলেন, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর চাপের কাছে নতি স্বীকার করে ভারতের ক্রিকেট বোর্ড কলকাতা নাইট রাইডার্সকে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে। এই ঘটনায় তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

তিনি জানান, ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নির্দেশ দিয়েছেন, যেন তারা পুরো বিষয়টি আইসিসিকে লিখিতভাবে ব্যাখ্যা করে। একই সঙ্গে বোর্ডকে জানাতে বলা হয়েছে, যেখানে একজন বাংলাদেশি ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও ভারতে খেলতে পারেন না, সেখানে বাংলাদেশের পুরো ক্রিকেট দল বিশ্বকাপ খেলতে যাওয়াকে নিরাপদ মনে করতে পারে না। এ কারণে বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ জানাতেও বিসিবিকে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

এ ছাড়া তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে অনুরোধ করেছেন, বাংলাদেশে আইপিএল খেলার সম্প্রচার বন্ধ করার বিষয়টি বিবেচনা করতে।

পোস্টের শেষাংশে আসিফ নজরুল আবারও বলেন, বাংলাদেশের ক্রিকেট, ক্রিকেটার ও দেশের মর্যাদা রক্ষায় কোনো ধরনের আপস করা হবে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোলামির দিন শেষ, ক্রিকেটারদের অবমাননা মেনে নেব না : আসিফ নজরুল

‘ভারত শত্রুর আসনে বসাবে আর আমরা বিশ্বকাপ খেলতে যাব, তা হবে না’

৩৪ বছর পর পশ্চিমবঙ্গে বিশ্ব ইজতেমা, লাখো মুসল্লির সমাগম

মধ্যরাতে আদালতে পাঠানো হলো বৈষম্যবিরোধী নেতা মাহাদীকে

পোস্টাল ভোটের ছবি-ভিডিও শেয়ার করলে এনআইডি ব্লক করবে ইসি

মার্কিন যুদ্ধজাহাজে বন্দি মাদুরোর ছবি প্রকাশ