ভিডিও শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬, ১৯ পৌষ ১৪৩২

প্রকাশ : ০৩ জানুয়ারী, ২০২৬, ০৬:০৬ বিকাল

মোঃ সাব্বির হোসেন ব্যাংক এশিয়ার নতুন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক 

অভিজ্ঞ ও খ্যাতিমান ব্যাংকার জনাব মোঃ সাব্বির হোসেন ১ জানুয়ারি ২০২৬ তারিখে ব্যাংক এশিয়া পিএলসিতে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ও চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে যোগদান করেছেন।

জনাব হোসেন প্রযুক্তি, অপারেশনস্, ডিজিটাল ট্রান্সফরমেশন এবং প্রসেস রি-ইঞ্জিনিয়ারিং খাতে তিন দশকেরও বেশি সময়ের পেশাগত অভিজ্ঞতাসম্পন্ন। ১৯৯৪ সালে এএনজেড গ্রীনলেজ ব্যাংকে যোগদানের মাধ্যমে তিনি ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। এরপর তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে (এসসিবি) যোগ দেন।  এএনজেড এবং এসসিবিতে কর্মজীবনের বিভিন্ন পর্যায়ে তিনি হেড অব ব্যাংকিং অপারেশনস, ব্রাঞ্চ অপারেশনস, পারসোনাল ব্যাংকিং, প্রক্সিমিটি ব্যাংকিং, কান্ট্রি টেকনোলজি, অপারেশনাল রিস্ক অ্যান্ড সার্ভিস কোয়ালিটি এবং সর্বশেষ হেড অব কর্পোরেট, ইনস্টিটিউশনাল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংকিং অপারেশনস হিসেবে দায়িত্ব পালন করেন।

পরবর্তীতে তিনি সিটি ব্যাংক এন.এ.-তে কান্ট্রি হেড, অপারেশনস অ্যান্ড টেকনোলজি হিসেবে এবং মেটলাইফ বাংলাদেশে চিফ অপারেটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে তিনি ব্র্যাক ব্যাংক পিএলসিতে উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার হিসেবে যোগদান করেন। সেখানে তিনি তথ্যপ্রযুক্তি, অপারেশনস, টেকসই অর্থায়ন, ডিজিটাল ট্রান্সফরমেশন এবং প্রসেস রি-ইঞ্জিনিয়ারিং খাতে দক্ষতার সাথে নেতৃত্ব দেন।

আরও পড়ুন

জনাব মোঃ সাব্বির হোসেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) থেকে “সোশ্যাল প্রোগ্রাম ইভ্যালুয়েশন” বিষয়ে এক্সিকিউটিভ এডুকেশন সম্পন্ন করেছেন এবং হার্ভার্ড কেনেডি স্কুল থেকে “ইকোনমিক ডেভেলপমেন্ট” ও “পাবলিক পলিসি” বিষয়ে এক্সিকিউটিভ সার্টিফিকেট অর্জন করেছেন। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও পরিবেশগত কল্যাণ বিষয়ের প্রতি তার বিশেষ আগ্রহ রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ আহত বর্ষীয়ান অভিনেতা আশিস বিদ্যার্থী

সব কাজে এআই ব্যবহার করে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত করছেন না তো?

ঢাকায় নিয়োগ দেবে সজীব গ্রুপ, ৫০ বছরেও আবেদন

চেলসির মালিকপক্ষের বিরুদ্ধে সমর্থকদের আন্দোলনের ডাক

নাইক্ষ্যংছড়িতে বন্য হাতির আক্রমণে এক ব্যক্তি নিহত

দেশজুড়ে বিপুল সংখ্যক ক্লোন ও নকল আইএমইআই ফোন শনাক্ত