বগুড়ায় ট্রাফিক পুলিশের সাথে দুর্ব্যবহাকারী শাজাহানপুরের বিএনপি নেতা নাজির বহিস্কার
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়া শহরের ইয়াকুবিয়া মোড়ে দায়িত্বরত ট্রাফিক পুলিশের সাথে দুর্ব্যবহারকারী বগুড়ার শাজাহানপুর উপজেলা বিএনপি’র সহ যুববিষয়ক সম্পাদক নাজিউর রহমান নাজিরকে দলীয় সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
গত শুক্রবার (২ জানুয়ারি) শাজাহানপুর উপজেলা বিএনপি’র দপ্তর সম্পাদক মাশফিকুর রহমান মামুন সইকৃত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ড ও ট্রাফিক পুলিশের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বগুড়ার শাজাহানপুর উপজেলা বিএনপির সহ-যুব বিষয়ক সম্পাদক মোহাম্মদ নাজিরুল ইসলাম নাজিরকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বগুড়া জেলা বিএনপি’র নির্দেশে এবং শাজাহানপুর উপজেলা বিএনপি’র সিদ্ধান্তক্রমে নাজিরকে অব্যাহতি দেওয়া হয়েছে।
আরও পড়ুনউল্লেখ্য, গত বৃহস্পতিবার (১ জানুয়ারি) বগুড়া শহরের ইয়াকুবিয়া মোড়ে দায়িত্বরত ট্রাফিক পুলিশের সঙ্গে বিএনপি নেতা নাজিউর রহমান নাজিরের বাকবিতন্ডা হয়। ওই সময় নাজিরের অসৌজন্যমূলক আচরণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এরপর থেকে পুলিশের সাথে দুর্ব্যবহারের ঘটনা নিয়ে চারদিকে সমালোচনার ঝড় ওঠে। বহিস্কৃত বিএনপি নেতা নাজিউর রহমান নাজির শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়নের মালিপাড়া গ্রামের মোস্তাফিজুর রহমান ওরফে ভোলার ছেলে।
মন্তব্য করুন




_medium_1767439781.jpg)



