গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাঁশঝাড় থেকে কলা ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাঁশঝাড় থেকে ময়নুল ইসলাম তালুকদার (৪৫) নামের এক কলা ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টার দিকে পৌর শহরের পশ্চিম পান্তাপাড়া এলাকায় বেলাল তালুকদারের বাঁশঝাড় থেকে ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ময়নুল ইসলাম তালুকদার গোবিন্দগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডের পশ্চিম পান্তাপাড়া এলাকার মৃত দানেশ উদ্দিন তালুকদারের ছেলে। তিনি পান্তাপাড়া এলাকায় কলার ব্যবসা করতেন।
নিহতের পরিবার ও এলাকাবাসী জানান, ময়নুল ইসলাম কিছুদিন যাবত মানসিক সমস্যায় ভুগছিলেন। গতকাল শুক্রবার দুপুর থেকে তিনি নিখোঁজ ছিলেন। বিকেল থেকে তাকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে সন্ধ্যার পর তার সন্ধান চেয়ে পরিবারের পক্ষ থেকে ফেসবুকে পোস্ট করা হয়। আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে দুই যুবক বাগানে বাঁশ কাটার সময় একটি অজ্ঞাত মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার চেঁচামেচি করলে স্থানীয়রা এগিয়ে এসে মরদেহের পরিচয় শনাক্ত করে থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) পবিত্র কুমার, সেকেন্ড অফিসার (এসআই) সেলিম রেজা ও উপপুলিশ পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আরও পড়ুনগোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। তারপরও ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
মন্তব্য করুন




_medium_1767439781.jpg)



