কুড়িগ্রামের রাজারহাটে ট্রাক্টর চাপায় যুবকের মৃত্যু
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় চলন্ত ট্রাক্টর থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে মাসুদুর রহমান দুলু (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (২জানুয়ারী) রাত ৮টার দিকে উপজেলার নাজিমখান ইউনিয়নের তালতলা নূরানী ও হাফেজি মাদ্রাসাসংলগ্ন মোড়ে। নিহত দুলু ওই এলাকার এছাহাক আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দুলু চলন্ত ট্রাক্টরে উঠে কিছু দূর যাওয়ার পর মোড় নেয়ার সময় ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান। এসময় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে তার মৃত্যু হয়।
এ সময় আরও দুইজন আহত হলে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেন।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল ওয়াদুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত যুবক চলন্ত ট্রাক্টরে লাফিয়ে উঠে কিছু দূর যাওয়ার পর ট্রাক্টর মোড় নেয়ার সময় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
মন্তব্য করুন






_medium_1767439781.jpg)

