জকসু নির্বাচন আজ, ৩৯ কেন্দ্রে ভোটগ্রহণ
বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল সাড়ে ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
এ নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২১টি ও হল সংসদের ১৩টি পদের বিপরীতে মোট ১৮৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৩৯টি কেন্দ্রে স্থাপন করা হয়েছে ১৭৮টি বুথ। মোট ভোটার ১৬ হাজার ৪৪৫ জন—এর মধ্যে নারী ৮ হাজার ৪৭৯ এবং পুরুষ ৮ হাজার ১৭০ জন।
নির্বাচনে চারটি প্যানেল অংশ নিচ্ছে—ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’, ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’, ছাত্রশক্তি সমর্থিত ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ এবং বামপন্থি দলসমর্থিত ‘মওলানা ভাসানী ব্রিগেড’।
আরও পড়ুনভিপি পদে ১২ জন, জিএস পদে ৯ জনসহ বিভিন্ন সম্পাদকীয় ও নির্বাহী সদস্য পদে প্রার্থীরা লড়ছেন। ভোটগ্রহণ শেষে কেন্দ্রীয় মিলনায়তনে ইভিএমের মাধ্যমে ভোট গণনা করা হবে।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান জানান, নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে সংশ্লিষ্ট সব দপ্তরের সঙ্গে সমন্বয় করা হয়েছে। অংশগ্রহণকারী প্যানেলগুলোও প্রথম জকসু নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








