বগুড়া-২ আসনে শাহে আলমকে মনোনয়ন দিলো বিএনপি
মফস্বল ডেস্ক : বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে জোটসঙ্গী নাগরিক ঐক্য’র সভাপতি মাহমুদুর রহমান মান্নার পরিবর্তে শিবগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি মীর শাহে আলমকে মনোনয়ন দেওয়া হয়েছে। আজ সোমবার (২৯ ডিসেম্বর) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সইকৃত এক আনুষ্ঠানিক চিঠিতে মনোনয়নের বিষয়টি নিশ্চিত করা হয়। বিষয়টি দলীয় সূত্র নিশ্চিত করেছে।
এর আগে বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নাকে আসনটি ছেড়ে দেয় বিএনপি। তবে ঋণখেলাপি হওয়ায় তার নির্বাচনে অংশগ্রহণ নিয়ে শঙ্কা দেখা দেয়। আজ সকালে ঢাকার চেম্বার আদালত ঋণখেলাপি থেকে মান্নার নাম বাদ দেওয়ার নির্দেশ দেয়। একই সঙ্গে তাকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিতে নির্দেশ দেওয়া হয়। শিবগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল ওহাব সাংবাদিকদের জানান, মনোনয়ন পাওয়ার তথ্য সঠিক।
আরও পড়ুন
মন্তব্য করুন

নিউজ ডেস্ক







