ভিডিও রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২

প্রকাশ : ২৮ ডিসেম্বর, ২০২৫, ০৫:৩২ বিকাল

অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচার শেষ হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে

অন্তর্বর্তী সরকারের মেয়াদেই জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের বিচার শেষ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

রবিবার (২৮ ডিসেম্বর) বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘‘বর্তমান অন্তর্বর্তী সরকার হাদি হত্যাকাণ্ডের ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করতে বদ্ধপরিকর। এ হত্যার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ, বিজিবি, র‍্যাবসহ অন্যান্য গোয়েন্দা সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।’’ তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলেও জানান তিনি। তবে তদন্তের স্বার্থে এবং প্রকৃত অপরাধী ও মদদকারীদের শনাক্ত করতে এখনই সব তথ্য প্রকাশ করা সম্ভব নয় বলে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ‘‘ফ্যাসিস্টের দোসর, দুষ্কৃতকারী ও সন্ত্রাসীরা তদন্তে ব্যাঘাত ঘটানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।’’ এ কারণে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘‘এমন কোনও কাজ করা উচিত নয়, যা শত্রুপক্ষকে শক্তিশালী করে এবং বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে।’’

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, মামলায় এ পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন, হত্যাকাণ্ডের মূল হোতা ফয়সাল করিম মাসুদের বাবা হুমায়ুন কবির, মা হাসি বেগম, স্ত্রী শাহেদা পারভীন সামিয়া, শ্যালক ওয়াহিদ আহমেদ শিপু, গার্লফ্রেন্ড মারিয়া আক্তার লিমা, মো. কবির, নুরুজ্জামান নোমানী ওরফে উজ্জ্বল, সিবিয়ন দিও, সঞ্জয় চিসিম, মো. আমিনুল ইসলাম রাজু ও মো. আব্দুল হান্নান।

 

গ্রেফতারকৃতদের মধ্যে ৬ জন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এবং চারজন সাক্ষীও একই ধারায় সাক্ষ্য দিয়েছেন।

আরও পড়ুন

তিনি বলেন, ‘‘গ্রেফতারকৃতদের দেওয়া তথ্য, সাক্ষীদের জবানবন্দি, উদ্ধারকৃত আলামত এবং সার্বিক পর্যালোচনায় মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে।’’ আগামী ৭ জানুয়ারির মধ্যে চার্জশিট দাখিল করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এ বিষয়ে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি আরও বলেন, ‘‘খুব শিগগিরই এই হত্যাকাণ্ডের মূল রহস্য এবং এর সঙ্গে জড়িতদের নাম-ঠিকানাসহ পূর্ণাঙ্গ তালিকা জনসম্মুখে প্রকাশ করা হবে, ইনশাআল্লাহ।’’

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, হাদি হত্যা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের সিদ্ধান্ত ইতোমধ্যে নেওয়া হয়েছে। এ জঘন্য হত্যাকাণ্ডে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করতে সরকারের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা ফয়সল হাসান জানান, কোর কমিটির সভায় নিয়মিত আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক নিরাপত্তা প্রস্তুতি, হাদি হত্যা মামলার অগ্রগতি, রাজনৈতিক দলগুলোর ভেতরে সক্রিয় ফ্যাসিস্টের দোসর ও সন্ত্রাসীদের বিষয়ে সতর্কতা, অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর অগ্রগতি এবং রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচার শেষ হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

তারেক রহমানের আগমনকে ঘিরে দৃষ্টিনন্দন করে তোলা হচ্ছে বগুড়া শহর

ওসমান হাদিকে হত্যা : হামলাকারীর দুই সহযোগী ভারতে আটক

তৃতীয় দিনের মতো চলছে ইনকিলাব মঞ্চের অব'রোধ কর্মসূচি

বগুড়ায় বিশেষায়িত কৃষি বিশ্ববিদ্যালয় সময়ের দাবি

সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি : ২১ আরব-আফ্রিকান দেশের প্রত্যাখ্যান