৩০০ ফিট এলাকায় পরিবেশ উজ্জীবিত করতে গাছ লাগাল বিএনপি
স্বদেশ প্রত্যাবর্তনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে গণসংবর্ধনা ঘিরে রাজধানীর ৩০০ ফিট এলাকায় পরিবেশ উজ্জীবিত করতে ক্ষতিগ্রস্ত গাছ পুনরায় লাগানো হয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী এসব গাছ লাগানো হয়।
শনিবার (২৭ ডিসেম্বর) সকাল থেকে সবার আগে বাংলাদেশ ব্যানার টানানো পিকআপে রাখা গাছগুলো পূর্বাচলের ৩০০ ফিট সড়কের দুপাশে লাগাতে দেখা যায় বিএনপি নেতাকর্মীদের।
তারেক রহমানের দেশে ফেরা নিয়ে ২৫ ডিসেম্বর বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের লাখো নেতাকর্মীর সমাগম হয় ৩০০ ফিট এলাকায়। ফলে জমে থাকা বর্জ্য-আবর্জনা অপসারণে বিশেষ পরিচ্ছন্নতায় নামে দলটি।
আরও পড়ুনএতে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। ওই সময় ক্ষতিগ্রস্ত গাছ পুনরায় রোপণের ঘোষণা দেন তিনি। এরই ধারাবাহিকতায় এ কার্যক্রম সম্পন্ন করে বিএনপি।
উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে ২৫ ডিসেম্বর বাংলাদেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার প্রত্যাবর্তন উপলক্ষ্যে ৩০০ ফিট এলাকায় গণসংবর্ধনার আয়োজন করা হয়। ওই দিন লাখো মানুষের উপস্থিতিতে তাকে সংবর্ধনা দেন বিএনপির নেতাকর্মীরা।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








_medium_1766833697.jpg)