ভিডিও শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২

প্রকাশ : ২৭ ডিসেম্বর, ২০২৫, ০১:২২ দুপুর

কুড়িগ্রামে ঘনকুয়াশা ও কনকনে ঠান্ডায় স্থবির জনজীবন, বন্ধ শীতবস্ত্র বিতরণ

কুড়িগ্রামে ঘনকুয়াশা ও কনকনে ঠান্ডায় স্থবির জনজীবন, বন্ধ শীতবস্ত্র বিতরণ, ছবি: দৈনিক করতোয়া ।

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : প্রায় এক সপ্তাহ ধরে কুড়িগ্রামের রাজারহাটে ঘন কুয়াশা আর হিমশীতল বাতাসে মানুষ কাবু হয়ে পড়েছেন। থমকে গেছে মানুষের কাজকর্ম। ঘন কুয়াশার কারণে দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে সড়কে চলাচল করছে যানবাহন। সন্ধ্যার পর ঘন কুয়াশার চাদরে মুড়ি দেয়ায় পথ-ঘাট কোন কিছুই দেখা যায় না। ফলে পথচারীরা পড়েন চরম বিপাকে। বিশেষ করে গাড়ি চালকরা পূর্ব অভিজ্ঞতায় গাড়িীচালিয়ে যান। এছাড়া ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষেরা দিন-রাত খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। 

এদিকে আজ শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৬টায় রাজারহাট উপজেলাসহ আশপাশের এলাকায়  সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.২ ডিগ্রি সেলসিয়াস। গত কয়েকদিন ধরে ঠিকভাবে সূর্যের দেখা নেই এ জনপদে। ফলে কৃষি শ্রমিকরা হাড় কাঁপানো ঠান্ডায় জীবিকার তাগিদে কাজ করতে দেখা যায়। 

অটোরিকশা চালক আব্দুর রহিমসহ অনেকে বলেন, ‘হামার এলাকায় গত কয়েকদিন ধরে ঘন কুয়াশা আর কনকনে শীতে ঘর থেকে বের হওয়া যাচ্ছে না। সন্ধ্যা নামার সাথে সাথে বৃষ্টির মতো কুয়াশা ঝড়া শুরু হয়। সকালে তো দূরের কথা, সারাদিন সূর্যের মুখ দেখা যায় না। ঠান্ডার কারণে যাত্রী তেমন পাওয়া যায় না। ঘর থেকে মানুষ বিশেষ কাজ ছাড়া বের হয় না।’ 

তিস্তার গতিয়াসাম চরেরর ছিন্নমূল মানুষ রহমত আলী, সিরাজুল ইসলাম, আয়শা বেগমসহ অনেকে বলেন, গতবছর এ চরে কিছু কম্বল বিতরণ করা হলেও এবারে এখন পর্যন্ত কেউ আসেনি। তবে ভোট চাওয়ার জন্য মাঝে মাঝে কয়েকজন আসেন।

আরও পড়ুন

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, ‘ইউএনও স্যার রাত জেগে জেগে শীতার্তদের পাশে গিয়ে কম্বল দিয়েছেন। কিন্তু সরকারিভাবে ত্রাণ বিতরণের নিষেধাজ্ঞা প্রজ্ঞাপন আসায় আপাতত বন্ধ রাখা হয়েছে। 

রাজারহাটকৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র বলেন, আজ শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৬টায় এ অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.২ ডিগ্রি সেলসিয়াস।  আগামী সপ্তাহ পর্যন্ত চলমান পরিস্থিতি অপরিবর্তিত থাকতে পারে। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে ঘনকুয়াশা ও কনকনে ঠান্ডায় স্থবির জনজীবন, বন্ধ শীতবস্ত্র বিতরণ

ইসি ভবনে তারেক রহমান

টস হেরে ব্যাটিংয়ে রাজশাহী

ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

ইসির পথে তারেক রহমান

পঙ্গু হাসপাতালে যাচ্ছেন না তারেক রহমান