ভিডিও বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২

প্রকাশ : ২৫ ডিসেম্বর, ২০২৫, ১১:৩৪ দুপুর

সিলেটে পৌঁছে যে অনুভূতি প্রকাশ করলেন তারেক রহমান 

সিলেটে পৌঁছে যে অনুভূতি প্রকাশ করলেন তারেক রহমান, ছবি: সংগৃহীত।

যুক্তরাজ্যের লন্ডন থেকে আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা ৫৭ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

সিলেট পৌঁছে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দেন তারেক রহমান। পোস্টে তিনি লেখেন, অবশেষে সিলেটে, বাংলাদেশের মাটিতে! পোস্টে তারেক রহমান দুটি ছবিও যুক্ত করেন। একটিতে তাকে উড়োজাহাজের ভেতরে বসে থাকা অবস্থায় দেখা যাচ্ছে। অন্য ছবিটিতে তার সঙ্গে স্ত্রী জুবাইদা রহমানও রয়েছেন।

আরও পড়ুন

তারেক রহমানকে বহনকারী বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিজি-২০২ ফ্লাইটটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। প্রায় ১৭ বছর পর তারেক রহমানের দেশে ফেরার এই যাত্রায় তার সঙ্গে আছেন স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। এদিকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে গণসংবর্ধনা অনুষ্ঠানস্থলে জড়ো হয়েছেন দলটির বিপুলসংখ্যক নেতা-কর্মী। জনস্রোতে পরিপূর্ণ হয়ে উঠেছে রাজধানীর কুড়িল-বিশ্বরোডের ৩০০ ফিট সড়ক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে পৌঁছে যে অনুভূতি প্রকাশ করলেন তারেক রহমান 

‘লিডার আসছে, রাজপথ কাঁপছে’ স্লোগানে মুখর ঢাকা

সিলেট থেকে ঢাকার পথে তারেক রহমান

রাজবাড়ীতে গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

চিটাগাং রোডে দীর্ঘ যানজট

তারেক রহমান ঢাকা পৌঁছাবেন দুপুর ১২টায়