ভারতে বাংলাদেশি ২ টাকার ৬০ হাজার নতুন নোট উদ্ধার
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের রাইগঞ্জে বাংলাদেশি ২ টাকার ৬০ হাজার নোট উদ্ধার করেছে দেশটির কাস্টমস বিভাগ। সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া জানিয়েছে, গতকাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে দুই যুবককে ধাওয়া দেওয়ার পর নোটগুলো পাওয়া যায়।
এগুলো সম্পূর্ণ নতুন এবং আগে কখনো ব্যবহার করা হয়নি। বাংলাদেশের ২ টাকার এতগুলো নোট ভারতে কিভাবে গেলো সেটি এখনো নিশ্চিত না।
একটি সূত্র জানিয়েছে, গোপন সংবাদ পেয়ে কাস্টমস বিভাগের একটি দল উত্তর দিনাজপুরের হেমতাবাদ থানার ঠাকুরবাড়ির কাছে যান। তারা দেখতে পান, দুই যুবক নম্বরপ্লেট বিহীন মোটরসাইকেলে করে যাচ্ছে। থামতে বললে তারা থামার ভান করে, কিন্তু হঠাৎ করে মোটরসাইকেল টান দেয়।
কাস্টমস কর্মকর্তারা ওই দুইজনকে নিজেদের গাড়ি নিয়ে ধাওয়া দেন। ওই সময় তারা বাংলাদেশি টাকার বাণ্ডিলগুলো রাস্তায় ফেলে দিয়ে পালিয়ে যেতে সমর্থ হয়।
আরও পড়ুনবাণ্ডিলসহ নিজেদের জিম্মায় নিয়ে তারা দেখতে পান সেখানে ৬০ হাজার নোট অর্থাৎ ১ লাখ ২০ হাজার টাকা আছে। প্রাথমিক তদন্তে দেখা যায় এগুলো একদম নতুন নোট এবং কখনো ব্যবহার করা হয়নি।
রাইগঞ্জ পুলিশ সুপার অনুজ কুমার দাস বলেছেন, পালিয়ে যাওয়া দুই যুবকের একজন ভলান্টিয়ারের জ্যাকেট পরা ছিলেন। তিনি জানিয়েছেন, এরআগে রাইগঞ্জে এত পরিমাণ বাংলাদেশি টাকা উদ্ধার হয়নি।
সূত্র: টেলিগ্রাফ ইন্ডিয়া
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক







