ভিডিও মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২

প্রকাশ : ২৩ ডিসেম্বর, ২০২৫, ১২:৫৫ দুপুর

জমিয়তে উলামায়ের সমঝোতায় চার আসনে প্রার্থী দেবে না বিএনপি

জমিয়তে উলামায়ের সমঝোতায় চার আসনে প্রার্থী দেবে না বিএনপি, ছবি: সংগৃহীত।

বিএনপি’র সঙ্গে নির্বাচনি সমঝোতার অংশ হিসেবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে চারটি সংসদীয় আসন ছেড়ে দেওয়া হয়েছে। আসনগুলো হলো-নীলফামারী-১, নারায়ণগঞ্জ-৪, সিলেট-৫ ও ব্রাহ্মণবাড়িয়া-২। নীলফামারী-১ এর প্রার্থী হচ্ছেন জমিয়তে উলামায়ের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, ব্রাহ্মণবাড়িয়া-২ এ মাওলানা জুনায়েদ আল হাবিব, নারায়ণগঞ্জ-৪ এ মুফতী মনির হোসাইন কাসেমী ও সিলেট-৫ এ মাওলানা উবায়দুল্লাহ ফারুক। এসব আসনে প্রার্থী দেবে না বিএনপি।

আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) গুলশানে দলীয় চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা স্বতন্ত্রভাবে নির্বাচন করবেন, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ প্রার্থীরা যেসব আসনে নির্বাচন করবেন, বিএনপি সেসব আসনে কোনো প্রার্থী দেবে না। এসময় বিএনপি মহাসচিব জনগণকে খেজুর গাছ প্রতীকে ভোট দিয়ে ধানের শীষকে শক্তিশালী করার আহ্বান জানান।

আরও পড়ুন

এদিকে, জমিয়তে উলামায়ে ইসলামের আমির ওবায়দুল্লাহ ফারুক বলেন, দেশ ও জাতির কল্যাণে দেশ পরিচালনায় বিএনপি’র ওপর আস্থা রাখেন তারা। সে কারণেই বিএনপি’র সঙ্গে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা : আরও ৯ জন গ্রেফতার

জমিয়তে উলামায়ের সমঝোতায় চার আসনে প্রার্থী দেবে না বিএনপি

বগুড়ার দুপচাঁচিয়ায় ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, আটক ১

তাসনিম জারা ৭ ঘণ্টায় পেয়েছেন ১২ লাখ টাকারও বেশি সহযোগিতা

আবেগঘন পোস্টে যা লিখেছেন জাইমা রহমান

ওজন কমানোর ওষুধ ‘ওয়েগোভি’কে অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র