বগুড়ার শিবগঞ্জে জমিতেই ফুলকপি নষ্ট করে অন্য ফসলের প্রস্তুতি কৃষকের
মোকামতলা (বগুড়া) প্রতিনিধি : শিবগঞ্জে কৃষক ফুলকপির দাম পাচ্ছেন না। যার ফলে অনেক কৃষকই জমিতেই ফুলকপি নষ্ট করছেন এবং সেই জমিতে অন্য ফসল উৎপাদনের প্রস্তুতি নিচ্ছেন। উপজেলার টেপাগাড়ী গ্রামের হান্নান তার দুই বিঘা, বাদশা দেড় বিঘা, কাসেম তিন বিঘা, মাঝপাড়া গ্রামের মফিজুর আড়াই বিঘা, আব্দুল বারী চার বিঘা, লক্ষীকোলা গ্রামের মতিন সোয়া দুই বিঘা, আফজাল সাড়ে তিন বিঘা ও আজিজার চার বিঘা জমিতে ফুলকপি নষ্ট করেছেন। শুধু তারাই নয় উপজেলায় বিভিন্ন গ্রামের শত শত কৃষক জমিতেই নষ্ট করেছেন ফুলকপি।
খোঁজ নিয়ে জানা গেছে, আজ সোমবার (২২ ডিসেম্বর) স্থানীয় মহাস্থান হাটে ফুলকপি বেচাকেনা হয় প্রতি মণ ৮০ থেকে ১শ’ টাকা পর্যন্ত। অনেক কৃষকের অভিযোগ, বাজারে ফুলকপি বিক্রি করে মজুরি ও পরিবহন খরচ দিতে হয় নিজ পকেট থেকে। আর সেই জন্যই মনের দুঃখে জমিতেই নষ্ট করা হচ্ছে সবজিটি। আর সেই জমিতে আলু ও ধান উৎপাদনের জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা।
আরও পড়ুনমহাস্থান হাটে আগত পাইকার মাহফুজার, আবদুল কাদের, সহিদুল ইসলাম জানান, ফুলকপি হাটে প্রচুর আমদানি, ফলে বাজারে ধস নেমেছে সবজিটির।
মন্তব্য করুন







