ভিডিও সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২

প্রকাশ : ২২ ডিসেম্বর, ২০২৫, ০৬:২৭ বিকাল

বিপিএলে দুর্নীতি রোধে বিসিবি ও সিআইডির যৌথ উদ্যোগ

বিপিএলে দুর্নীতি রোধে বিসিবি ও সিআইডির যৌথ উদ্যোগ

স্পোর্টস ডেস্কঃ আগামী ২৪ ডিসেম্বর শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫-২৬ শুরুর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ইনটেগ্রিটি ইউনিট-এর চেয়ারম্যান অ্যালেক্স মার্শালের নেতৃত্বে সিআইডির সঙ্গে বৈঠক করেছে। লক্ষ্য লিগকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত রাখা এবং ম্যাচ-ফিক্সিং প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া।

বিপিএল শুরু থেকেই ম্যাচ-ফিক্সিং ও স্পট-ফিক্সিং নিয়ে বিতর্কে জড়িয়ে এসেছে। ২০১৩ সালে সাবেক জাতীয় অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে ওই বছরের বিপিএলে ম্যাচ ও স্পট-ফিক্সিংয়ে ৮ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছিল।

পরবর্তী বছর ২০১৪-এর বিপিএল স্থগিত করতে হয়।

এটি মাথায় রেখেই বিসিবি সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটের অ্যান্টি-করাপশন ইউনিটের সাবেক প্রধান অ্যালেক্স মার্শালকে পরামর্শক হিসেবে নিয়োগ করে এবং পরে তাকে বিসিবি  ইনটেগ্রিটি ইউনিটের চেয়ারম্যান ঘোষণা করে। মার্শাল ইতিমধ্যেই বিপিএল নিলামের আগে ৯ জন ক্রিকেটারকে বাদ দিয়েছেন। এটি তিন সদস্যের তদন্ত কমিটির ৯০০ পাতার রিপোর্টের ভিত্তিতে করা হয়েছিল।

 

আরও পড়ুন

বৈঠকে সিআইডির প্রধান সিবগাত উল্লাহ জানিয়েছেন, ‘আমরা বিসিবির পুরো টিমের সঙ্গে আলোচনা করেছি। তাদের আইনজীবীরাও উপস্থিত ছিলেন। এটি একটি চলমান প্রক্রিয়া। আমাদের সাইবার পুলিশসহ অন্যান্য বিভাগের সঙ্গে যৌথভাবে কাজ করছি।

কিছু আন্তর্জাতিক মান ও প্রটোকল অনুসরণ করছি। মূল উদ্দেশ্য, আমাদের ক্রিকেটকে স্বচ্ছ রাখা, যাতে কোনো ধরনের দাগ না পড়ে।’

তিনি আরও বলেন, ‘এ লিগ আমাদের জন্য আবেগ ও ভালোবাসার জায়গা। তাই আমরা চাই যেন এটি স্বচ্ছ থাকে। এই লক্ষ্যেই সিআইডি, অ্যালেক্স মার্শাল এবং বিসিবি একসাথে কাজ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত বিএনপি : মির্জা আব্বাস

বিপিএলে দুর্নীতি রোধে বিসিবি ও সিআইডির যৌথ উদ্যোগ

আল্লাহ হাফেজ অর্থ কী?

ভোটের গাড়ি সুপার ক্যারাভানের যাত্রা শুরু

শীতে নরম তুলতুলে হাত চাইলে যা করবেন

বাবুগঞ্জে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে নিহত এক