ভিডিও সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২

প্রকাশ : ২২ ডিসেম্বর, ২০২৫, ০৪:১০ দুপুর

কুমার শানুর মামলাকে দুর্ভাগ্যজনক বললেন প্রাক্তন স্ত্রী

কুমার শানুর মামলাকে দুর্ভাগ্যজনক বললেন প্রাক্তন স্ত্রী, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : জনপ্রিয় সঙ্গীত শিল্পী কুমার শানু এবং তার প্রাক্তন স্ত্রী রীতা ভট্টাচার্যের মধ্যকার তিক্ততা এবার আদালত পর্যন্ত গড়িয়েছে। সম্প্রতি শানুর আনা মানহানির মামলার প্রেক্ষিতে কথা বলেছেন রীতা। গায়কের করা কোটি টাকার ক্ষতিপূরণ দাবিকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন তিনি।

কিছুদিন আগে এক সাক্ষাৎকারে কুমার শানুর বিরুদ্ধে বিস্ফোরক সব অভিযোগ আনেন রীতা ভট্টাচার্য। তার দাবি ছিল, অন্তঃসত্ত্বা থাকাকালীন শানু তার ওপর অমানবিক নির্যাতন চালিয়েছেন। এমনকি তাকে খাবার পর্যন্ত দেওয়া হতো না বলে অভিযোগ করেন তিনি। এছাড়া গায়কের একাধিক বিবাহবহির্ভূত সম্পর্কের কথাও প্রকাশ্যে আনেন রীতা। 

এসব অভিযোগের পর নিজের ভাবমূর্তি রক্ষায় মুম্বাই হাইকোর্টের দ্বারস্থ হন কুমার শানু। ৫০ কোটির দাবিতে অবাক রীতা গত ১৭ ডিসেম্বর এই মামলার শুনানি অনুষ্ঠিত হয়। শুরুতে ৩০ লাখ টাকা ক্ষতিপূরণের কথা শোনা গেলেও, রীতা জানিয়েছেন ভিন্ন কথা। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ওর পক্ষ থেকে আমাকে যে আইনি নোটিশ পাঠানো হয়েছে, সেখানে ৫০ কোটি টাকা দাবি করা হয়েছে। আমি বুঝতে পারছি না ও কীভাবে ভাবল যে আমার কাছে এত টাকা আছে। এটা সত্যিই অবাক করার মতো বিষয়। ও কি ভুলে যাচ্ছে যে ও নিজের তিন সন্তানের মায়ের বিরুদ্ধেই মামলা করছে?’

আরও পড়ুন

রীতা আরও বলেন, ‘যখন আমি অন্তঃসত্ত্বা ছিলাম, তখন ওর অন্য সম্পর্কগুলো প্রকাশ্যে আসে। তখন আমার বয়স এতই কম ছিল যে পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল। আমাকে রান্নাঘরে আটকে রাখা হতো, বাচ্চার দুধ কিংবা চিকিৎসার ন্যূনতম সুযোগ থেকেও বঞ্চিত করা হয়েছিল।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৭ ডিসেম্বর ভোটার হবেন তারেক রহমান

বিশ্বের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্র চালু করছে জাপান

কুমার শানুর মামলাকে দুর্ভাগ্যজনক বললেন প্রাক্তন স্ত্রী

কুমারখালী সরকারি কলেজের পুকুর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

দ্রুততম ‘সেঞ্চুরি’ করে ইতিহাস কেইনের

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার