ভিডিও রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২

প্রকাশ : ২১ ডিসেম্বর, ২০২৫, ১১:২৪ রাত

বগুড়ার শেরপুরে ফুলকপির দাম ২ টাকা কেজি

বগুড়ার শেরপুরে ফুলকপির দাম ২ টাকা কেজি

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে পাইকারি বাজারে ফুলকপির দাম কমে গেছে, ফলে উৎপাদন খরচ দূরের কথা বাজারজাত করতে যে খরচ হচ্ছে সেটিও উঠছে না। উপজেলার সর্ববৃহৎ সবজি বাজার ফুলবাড়ী বাজারে সরবরাহ বেশি হওয়ায় ক্রেতা সংকটে কৃষকরা প্রতি কেজি ফুলকপি পাইকারিতে মাত্র ২/৩ টাকা দরে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। গত কয়েক দিনে দাম কমতে কমতে ২ টাকায় নেমে এসেছে।

আজ রোববার (২১ ডিসেম্বর) ফুলবাড়ী পাইকারি বাজার ঘুরে দেখা যায়, পুরো বাজার শীতকালীন সবজিতে ভরে গেছে। ভোর থেকে কৃষকরা ভালো দামের আশায় সবজি নিয়ে বাজারে এলেও ক্রেতা সংকটে পড়তে হচ্ছে তাদের। বর্তমানে বাজারে প্রতি মণ (৪০ কেজি) ফুলকপি পাইকারি দরে বিক্রি হচ্ছে মাত্র ৮০/১২০ টাকা পর্যন্ত। এছাড়াও পাতাকপি প্রতিপিস ৭/৯ টাকায় বিক্রি হচ্ছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর শীতকালীন শাকসবজি ১১৩০ হেক্টর জমিতে চাষ হয়েছে, সেখানে ফুলকপি চাষ হয়েছে ১১০ হেক্টর জমিতে। কৃষক আব্দুস সোবাহান, ইব্রাহিম খলিল, রফিকুল ইসলামের সাথে কথা বললে-তারা জানান, প্রতি কেজি ফুলকপি চাষ থেকে শুরু করে বাজারজাতকরণ পর্যন্ত তাদের খরচ হয়েছে অন্তত ৮ থেকে ৯ টাকা।

আরও পড়ুন

কিন্তু বর্তমান বাজারে বিক্রি করে সেই খরচের অর্ধেকও উঠছে না। বর্তমান দামে সবজি বিক্রি করে মাঠ থেকে সবজি তুলে বাজারে আনতে শ্রমিকের মজুরি ও পরিবহন খরচ জোগানোই অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ঢাকার বাজারে নিয়ে বিক্রি করেন এমন পাইকারি ক্রেতা সিরাজ বলেন, বাজারে চাহিদার তুলনায় অতিরিক্ত সরবরাহ এবং আধুনিক কোনো সংরক্ষণাগার বা মজুত সুবিধা না থাকায় পচনশীল এই সবজি কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষকরা। গত এক মাস আগেও যে ফুলকপি মণপ্রতি ২ হাজার থেকে ২৫শ’ টাকা ছিল, তা এখন নামমাত্র দামে বিক্রি হচ্ছে।

উপজেলা কৃষি অফিসার ফারজানা আক্তার বলেন, এ বছর গাড়িদহ, খামারকান্দি, মির্জাপুর ও খানপুর ইউনিয়নে ফুলকপির ফলন অত্যন্ত ভালো হয়েছে। তবে বাজারে সবজির কোনো ঘাটতি না থাকায় ও চাহিদার তুলনায় সরবরাহ বেশি হওয়ায় দামের এই নিম্নমুখী অবস্থা তৈরি হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার গাবতলীতে বেদে শাকিলকে খুনের ঘটনায় বিশু গ্রেফতার! চাকু উদ্ধার

বগুড়ার শেরপুরে ফুলকপির দাম ২ টাকা কেজি

সোনার দামে নতুন রেকর্ড

বগুড়ার সোনাতলা উপজেলা পরিষদের পুরাতন কার্যালয়টি ঝুঁকিপূর্ণ

বগুড়ার ধুনটে প্রতিপক্ষের হামলায় ঠিকাদারসহ আহত ৩

বগুড়া-১ আসনে দুই প্রার্থীর মনোনয়নপত্র উত্তোলন