সাতক্ষীরায় মনোনয়নপত্র সংগ্রহ করলেন বিএনপি প্রার্থী কাজী আলাউদ্দীন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা–৩ (কালিগঞ্জ–আশাশুনি) আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দীন।
আজ রোববার (২১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে সাতক্ষীরা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তাঁর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, এবারের নির্বাচনে সাতক্ষীরায় এটিই প্রথম কোনো প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহের ঘটনা।
বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন কালিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান শিমুল এবং কালিগঞ্জ উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. রোকনুজ্জামান। মনোনয়নপত্রটি প্রদান করেন সাতক্ষীরা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মিস আফরোজা আক্তার।
আরও পড়ুনএ বিষয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আফরোজা আক্তার বলেন, ‘আজ সাতক্ষীরায় প্রথম কোনো প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রার্থীদের সব ধরনের বৈধ সহায়তা দেওয়া হচ্ছে।’
তিনি আরও জানান, নির্বাচনি কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক



_medium_1766309120.jpg)
_medium_1766309703.jpg)



