সামাজিক ক্ষেত্রে নারীদেরকে পিছনে রেখে দেশের উন্নয়ন করা সম্ভব নয় : আব্দুল মহিত তালুকদার
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার বলেছেন, বিএনপি এলাকায় শান্তি প্রতিষ্ঠা করতে চায়। ঐক্যবদ্ধ থেকে সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সামাজিক ক্ষেত্রে নারীদেরকে পিছনে রেখে দেশের উন্নয়ন করা সম্ভব নয়।
তাই নারীদের সমঅধিকার প্রতিষ্ঠা করতে হবে। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে বগুড়ায় ব্যাপক উন্নয়ন হবে। তাই এলাকার উন্নয়নে তিনি ধানের শীষ মার্কায় ভোট দেয়ার জন্য জনগনের প্রতি আহবান জানান। গত শুক্রবার রাতে আদমদীঘি উপজেলার তেঁতুলিয়া গ্রামে টি.ইউ.স্টার ক্লাব আয়োজিত নির্বাচনী প্রচারণা ও কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
আরও পড়ুনটি.ইউ.স্টার ক্লাবের সভাপতি আতাব্বর রহমান সুজনের সভাপতিত্বে ও ক্লাবের সাবেক সভাপতি মহিউদ্দীন আকন্দের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহসভাপতি খন্দকার কামরুল হাসান মধু, উপজেলা শিক্ষা বিষয়ক সম্পাদক মোতালেব হোসেন, মৎস্যজীবী দলের সিনিয়র সহ-সভাপতি আবু তালেব দুলাল, বিএনপি নেতা আব্দুর রহিম মন্ডল, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক এসএম জুয়েল রানা, টি.ইউ.স্টার ক্লাবের সহ-সভাপতি আব্দুল মান্নান, সাবেক সভাপতি নজমুল হামিদ রানা, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, মিজানুর রহমান ঝন্টু, কৃষকদল নেতা শফিকুল ইসলাম প্রমুখ। এসময় তেঁতুলিয়া গ্রামের নারী-পুরুষ, বিএনপি ও তার সহযোগি সংগঠনের নেতৃবর্গ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন






_medium_1766246134.jpg)
