ভিডিও শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২

প্রকাশ : ২০ ডিসেম্বর, ২০২৫, ০৭:৩১ বিকাল

রাউজানে ঝোপের পাশ থেকে নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার

রাউজানে ঝোপের পাশ থেকে নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার

চট্টগ্রামের রাউজান উপজেলায় মো. শফি (৬৫) নামে এক নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ শনিবার (২০ ডিসেম্বর) সকালে পৌরসভার চারা বটতল বাজারসংলগ্ন একটি ঝোপের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত মো. শফি রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ওয়াহেদেরখীল এলাকার বাসিন্দা। তিনি গত এক বছর ধরে চারা বটতল বাজারে নৈশপ্রহরী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে বাজারে দায়িত্ব পালন শেষে শফি আর বাড়ি ফেরেননি। এরপর থেকে পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের প্রায় ২৪ ঘণ্টা পর শনিবার সকালে স্থানীয় লোকজন বাজারসংলগ্ন একটি ঝোপের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে বিষয়টি পরিবারের সদস্যদের জানান। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। 

আরও পড়ুন

রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার বেলায়েত হোসেন বলেন, মরদেহটি উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরবর্তীতে এটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতের মরদেহ পোকামাকড় ধরেছে। হত্যাকাণ্ড বলার মতো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তার মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্ত শেষে জানা যাবে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাউজানে ঝোপের পাশ থেকে নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার

নৈরাজ্য করে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই: সালাহউদ্দিন আহমদ

নির্বাচনের তফসিলে আংশিক সংশোধন ইসির

বগুড়ার দুপচাঁচিয়ায় মনির হোসেন হত্যা মামলায় আ:লীগ নেতা গ্রেফতার 

জগন্নাথপুরে গাড়ি ভাড়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০

বগুড়ার ধুনটে বিস্ফোরক মামলায় কৃষকলীগ নেতা গ্রেফতার