প্রকাশ : ১৯ ডিসেম্বর, ২০২৫, ০৬:৩৭ বিকাল
কবি নজরুলের সমাধি চত্বরে সমাহিত করা হবে শরিফ ওসমান হাদিকে
শহিদ শরিফ ওসমান হাদি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি চত্বরে জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদিকে সমাহিত করা হবে। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় একটি ফ্লাইটে সিঙ্গাপুর থেকে হাদির মরদেহ ঢাকায় পৌঁছায়। এরপর ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পোস্টে জানানো হয়, শহিদ ওসমান হাদিকে বহনকারী গাড়ি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি হিমাগারের উদ্দেশ্যে যাত্রা করেছে। মরদেহ সেখানে সংরক্ষণ শেষে ইনকিলাব মঞ্চের কর্মীরা শাহবাগে গিয়ে অবস্থান নেবেন।
পোস্টে আরও বলা হয়, পরিবারের দাবির প্রেক্ষিতে শহিদ শরিফ ওসমান হাদিকে জাতীয় কবির সমাধির পাশে দাফন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি আগামীকাল মানিক মিয়া অ্যাভিনিউতে বাদ জোহর তার জানাজা অনুষ্ঠিত হবে। এ সিদ্ধান্তের আলোকে আজকের পরিবর্তে আগামীকাল মিছিলসহ মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে আনা হবে। ইনকিলাব মঞ্চ ছাত্র-জনতার প্রতি শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে। তারা বলেছে, কোনো গোষ্ঠী যেন অনুপ্রবেশ ঘটিয়ে আন্দোলনকে বিভ্রান্ত বা স্তিমিত করতে না পারে এবং সহিংসতার সুযোগ সৃষ্টি না হয়—সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
এছাড়া মরদেহ দেখার কোনো সুযোগ থাকবে না উল্লেখ করে সংগঠনটি সকলের কাছে শৃঙ্খলা বজায় রাখা এবং শহিদ শরিফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় দোয়া করার অনুরোধ জানিয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1766147244.jpg)

_medium_1766146332.jpg)
_medium_1766145307.jpg)

_medium_1766143836.jpg)