ভিডিও বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২

প্রকাশ : ১৭ ডিসেম্বর, ২০২৫, ১১:৫৩ রাত

দেশব্যাপী ডেভিল হান্ট ফেজ-২ অভিজানে আটক ১৩৯৮

দেশব্যাপী ডেভিল হান্ট ফেজ-২ অভিজানে আটক ১৩৯৮

দেশব্যাপী অভিযান চালিয়ে এক হাজার ৯২১ জন অপরাধীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এর মধ্যে ডেভিল হান্ট ফেজের অভিযানে এক হাজার ৩৯৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

আজ বুধবার (১৭ ডিসেম্বর) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, দেশব্যাপী অভিযান চালিয়ে ১ হাজার ৯২১ জন অপরাধীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

গ্রেফতার করা এ সংখ্যার মধ্যে ডেভিল হান্ট ফেজের অভিযানে ১ হাজার ৩৯৮ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া মামলা ও ওয়ারেন্ট মূলে গ্রেফতার ৫২৩ জন। পাশাপাশি এ অভিযানে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা হয়, পিস্তল, বন্দুক, গুলি, ককটেল, ওয়ান শ্যুটার গান ও দেশীয় অস্ত্রসহ বিভিন্ন অপরাধ কাজে ব্যবহৃত জিনিসপত্র।

এছাড়া পুলিশি কার্যক্রমের অংশ হিসেবে ঢাকাসহ দেশব্যাপী ২১ হাজার ৬৩০টি মোটরসাইকেল ও ১৯ হাজার ৯৪টি গাড়ি তল্লাশি করা হয়। সর্বমোট যানবাহনের সংখ্যা ৪০ হাজার ৭২৪টি। তল্লাশিকালে একটি একনলা বন্ধুক, দুইটি ধারালো ছুরি, একটি বার্মিজ চাকু, এক রাউন্ড গুলি ও একটি ফায়ারকৃত গুলি উদ্ধার এবং ছয়জনকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন

অন্যদিকে পুলিশি কার্যক্রমের অংশ হিসেবে ২১ হাজার ৬৩০টি মোটরসাইকেল ও ১৯ হাজার ৯৪টি গাড়ি তল্লাশি করা হয়। তল্লাশিকালে একটি একনলা বন্ধুক, দুইটি ধারালো ছুরি, একটি বার্মিজ চাকু, এক রাউন্ড গুলি ও একটি ফায়ারকৃত গুলি উদ্ধার এবং ছয় জনকে গ্রেফতার করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশব্যাপী ডেভিল হান্ট ফেজ-২ অভিজানে আটক ১৩৯৮

সিরাজগঞ্জে হলুদের চাদরে ঢাকা পড়েছে মাঠ

পাঁচটি সেটিংস বদলালেই আপনার ফোন হবে আরও স্মার্ট

নাটোরের কবির মালয়েশিয়ায় সন্ত্রাসী হামলায় নিহত

পাবনার চাটমোহরে সমতলে কমলা চাষে সফল কৃষক খয়বর

বগুড়ার আদমদীঘিতে জামায়াতের এমপি প্রার্থীর মতবিনিময়