ভিডিও মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২

প্রকাশ : ১৬ ডিসেম্বর, ২০২৫, ১১:৩৫ দুপুর

তেজগাঁওয়ে ‘এয়ার শো’ দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

তেজগাঁওয়ে ‘এয়ার শো’ দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

লাল-সবুজের জাঁকজমকপূর্ণ পোশাকে সজ্জিত হাজারো মানুষ জড়ো হয়েছেন রাজধানীর তেজগাঁওয়ে। মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আকর্ষণীয় ‘এয়ার শো’ বা বিমান মহড়া উপভোগ করতেই এই জনস্রোত। আগারগাঁও সংলগ্ন পুরোনো বিমানবন্দরের প্রবেশপথে সকাল থেকেই উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল পৌনে ১০টার দিকে সরেজমিনে এমন চিত্রই দেখা গেছে। বিজয় দিবসের আনন্দ ভাগাভাগি করে নিতে সাধারণ মানুষ দলে দলে ছুটে আসছেন এই প্রদর্শনীস্থলে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দর্শনার্থীদের সারি আরও দীর্ঘ হচ্ছে।

 

আগতদের অনেকের হাতেই শোভা পাচ্ছে বাংলাদেশের জাতীয় পতাকা। কেউ কেউ মাথায় বেঁধেছেন পতাকার আদলে তৈরি ফিতা, আবার কারো কাপড়েও রয়েছে ‘বিজয় দিবস’ বা দেশাত্মবোধের ছাপ। শিশু থেকে বৃদ্ধ—সব বয়সী মানুষের উপস্থিতিতে পুরোনো বিমানবন্দর এলাকা এক মিলনমেলায় পরিণত হয়েছে।

অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়েছে। নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন বিজিবি, বিমানবাহিনী ও সেনাবাহিনীর সদস্যরা। প্রতিটি দর্শনার্থীকে তল্লাশি করে ভেতরে প্রবেশের সুযোগ দেওয়া হচ্ছে। নিরাপত্তার স্বার্থে আগেই সরকারের পক্ষ থেকে তেজগাঁও পুরোনো বিমানবন্দর এলাকায় আজ ড্রোন না ওড়ানোর জন্য অনুরোধ জানানো হয়েছিল।

আরও পড়ুন

 

গতকাল সোমবার সরকারি এক তথ্যবিবরণীতে জানানো হয়েছিল, সকাল ১০টায় এই জমকালো শো শুরু হবে। তবে সকাল ১০টা ২০ মিনিটে এই প্রতিবেদন লেখা পর্যন্ত মহড়া শুরু হয়নি। ততক্ষণে অবশ্য হাজারো মানুষ ভেতরে অবস্থান নিয়েছেন।

এবারের এই আয়োজনটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। ফলে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ভিড় বাড়ছে এবং ফটকের বাইরে অপেক্ষমাণ মানুষের আগ্রহের কোনো কমতি নেই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেজগাঁওয়ে ‘এয়ার শো’ দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

প্রতিপক্ষকে ঘায়েল করতে হত্যাচেষ্টার মধ্যে কোনো বীরত্ব নেই: রিজওয়ানা হাসান

১৬ ডিসেম্বরের প্রত্যয়েই দেশ পুনর্নির্মাণের সুযোগ করে নিতে পেরেছি: আসিফ নজরুল

শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে জনতার ঢল

জাতীয় স্মৃতিসৌধে প্রধান বিচারপতির শ্রদ্ধা

জামায়াতের যুব ম্যারাথনে লাখো নেতাকর্মীর ঢল