আগামী কয়েক ঘণ্টা ওসমান হাদির জন্য ‘খুব গুরুত্বপূর্ণ’
রাজধানীর বিজয়নগরে দুষ্কৃতিকারীদের গুলিতে গুরুতর আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির অবস্থা এখনও সংকটাপন্ন। জানা গেছে, আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে তাকে। যদিও এখনও তা আনুষ্ঠানিকভাবে চিকিৎসকরা গণমাধ্যমকে জানাননি। বিভিন্ন অসমর্থিত সূত্রের মাধ্যমে ওসমান হাদির শারীরিক অবস্থা জানার চেষ্টা করে কয়েকটি গণমাধ্যম।
জানা গেছে, এ ধরণের রোগীদের জন্য ৪৮ থেকে ৭২ ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ। এসময়ে দেয়া চিকিৎসা তার শরীর কীভাবে গ্রহণ করবে, তা পর্যবেক্ষণ করবেন চিকিৎসকরা।
যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, সকালে সেই বোর্ডের মাধ্যমে তাকে নিরীক্ষণ করা হয়। সেখানে তার অবস্থা এখনও শঙ্কামুক্ত নয় বলে জানানো হয়। বিষয়টি হাদির ভাইকেও জানান চিকিৎসকরা।

হাদির শারীরিক অবস্থা সম্পর্কে জানান গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনিও অনেকটা একইরকম তথ্য জানান। হাদির জন্য সবাইকে দোয়া করার কথা বলেন তিনি।
শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে বিজয়নগর পানির ট্যাংকির সামনে রিকশায় চলন্ত অবস্থায় তাকে মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত গুলি করে পালিয়ে যায়। দ্রুত তাকে নেয়া হয় ঢাকা মেডিকেলে। সেখানে এক দফা অস্ত্রোপচার করে রাতেই উন্নত চিকিৎসার জন্য নেয়া হয় এভারকেয়ারে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








