ভিডিও শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১২ ডিসেম্বর, ২০২৫, ০৪:৫৮ দুপুর

ঢামেকে গুলিবিদ্ধ হাদিকে দেখতে গিয়ে তোপের মুখে মির্জা আব্বাস

ঢামেকে গুলিবিদ্ধ হাদিকে দেখতে গিয়ে তোপের মুখে মির্জা আব্বাস

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।

শুক্রবার (১১ ডিসেম্বর) বিকেলে তাকে দেখতে গিয়ে চরম অসন্তোষ ও তোপের মুখে পড়েছেন একই আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

 

শুক্রবার বিকেল ৪টার দিকে মির্জা আব্বাস ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের সামনে পৌঁছালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় সেখানে অবস্থানরত ইনকিলাব মঞ্চের সদস্য ও হাদির সমর্থকরা মির্জা আব্বাসকে উদ্দেশ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে শুরু করেন। একপর্যায়ে বিক্ষুব্ধ কর্মীরা তার দিকে তেড়ে আসলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে ঘটনাস্থলে উপস্থিত সেনাবাহিনীর সদস্যরা দ্রুত হস্তক্ষেপ করেন এবং মির্জা আব্বাসকে নিরাপত্তা দিয়ে হাসপাতালের ভেতরে নিয়ে যান।

আরও পড়ুন

 

হাসপাতাল সূত্রে জানা গেছে, শরিফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. মোশকাত আহমেদ জানান, হাদির মাথায় গুলি লেগেছে। বর্তমানে তিনি কোমায় আছেন।

 

এদিকে, নির্বাচনী প্রচারণার সময় স্বতন্ত্র প্রার্থীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানও এ ঘটনার তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢামেকে গুলিবিদ্ধ হাদিকে দেখতে গিয়ে তোপের মুখে মির্জা আব্বাস

ওসমান হাদিকে বহুবার ভারতীয় নম্বর থেকে হুমকি দেওয়া হয়েছিল : ফারুকী

বাগেরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু

ঢাকায় আসার ঘোষণা দিলেন শোয়েব আখতার

হাদির ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ প্রধান উপদেষ্টার

গুলিবিদ্ধ হওয়ার ৩ ঘণ্টা আগে ফেসবুকে যা লিখেছিলেন ওসমান