`নিষিদ্ধ' আওয়ামী লীগের মশাল মিছিল
ঢাকার গণভবন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও এর ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা মশাল মিছিল করেছেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে গণভবনের সামনে আওরঙ্গজেব রোডে এ মিছিল অনুষ্ঠিত হয় বলে নিশ্চিত করেছে পুলিশ।
এর কয়েক ঘণ্টা আগে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে গণভোটের তফসিল ঘোষণা করেন। তফসিল ঘোষণার পরই মশাল মিছিলে উত্তেজনা দেখা যায় এলাকায়।
প্রত্যক্ষদর্শী আবু সায়েম জানান, রাত ১০টার পরপরই একদল লোক মশাল হাতে মিছিল বের করে। তারা ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’, ‘অবৈধ সরকারের তফসিল মানি না মানবো না’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকে। মিছিলের সামনে-পেছনে মোটরসাইকেল শোভাযাত্রাও ছিল।
আরও পড়ুনমোহাম্মদপুর থানার ওসি মেজবাহ উদ্দিন বলেন, নিষিদ্ধ সংগঠনের একটি মশাল মিছিল হয়েছে এবং তারা স্বল্প সময়ের মধ্যেই সরে যায়। মিছিলে অংশ নেওয়াদের শনাক্তের চেষ্টা চলছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক



_medium_1765460434.jpg)



_medium_1765467682.jpg)