ভারতকে হারিয়ে সমতায় ফিরল দক্ষিণ আফ্রিকা
স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে দারুণ জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। নিউ চন্ডিগড়ে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিক ভারতকে ৫১ রানে হারিয়ে সিরিজে ১-১ সমতায় ফিরেছে প্রোটিয়ারা। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেটে ২১৩ রান তোলে দক্ষিণ আফ্রিকা। জবাবে ব্যাটিংয়ে নেমে ১৯.১ ওভারে ১৬২ রানে অলআউট হয় ভারত।
রান তাড়ায় শুরুতেই চাপে পড়ে স্বাগতিকরা। ৩২ রানের মধ্যেই পড়ে তিন উইকেট। নিজের প্রথম বলেই আউট হন শুবমান গিল। ১৭ রান করা অভিষেক শর্মা দ্বিতীয় ওভারে ফেরেন। এরপর অধিনায়ক সূর্যকুমার যাদব মাত্র ৫ রান করে সাজঘরে ফিরে গেলে বড় সংকটে পড়ে ভারত। চতুর্থ উইকেটে তিলক ভার্মা ও অক্ষর প্যাটেল ৩৫ রান যোগ করলেও অক্ষর ২১ রানে আউট হলে ভাঙে জুটি। আগের ম্যাচের নায়ক হার্দিক পান্ডিয়া হতাশাজনক ইনিংস খেলেন, ২৩ বলে ২০ রান করে আউট হন। তবে তিলক হাফ সেঞ্চুরি পূর্ণ করে নতুন রেকর্ড গড়েন। দুই দলের টি-টোয়েন্টি লড়াইয়ে সর্বোচ্চ ২৬ ছক্কা এখন তার। ৬২ রানে তিলকের বিদায়ের পর জিতেশ শর্মার ২৭ রানের ইনিংসও দলকে পারতে পারেনি রক্ষা করতে। শেষ পর্যন্ত ২০ ওভারের আগেই অলআউট হয় ভারত।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে দারুণ সূচনা করে দক্ষিণ আফ্রিকা। রেজা হেনড্রিকস ও কুইন্টন ডি কক মিলে ৩৮ রানের ওপেনিং জুটি গড়েন। এরপর মার্করামকে নিয়ে ইনিংস আরও স্থির করেন ডি কক। মাত্র ২৬ বলেই হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে ১২ ইনিংসে এটি তার পঞ্চম অর্ধশতক—নিকোলাস পুরান ও জস বাটলারের সঙ্গে যৌথভাবে এখন শীর্ষে তিনি। ২৬ বলে ২৯ রান করা মার্করাম আউট হলেও ডি কক একদিকে আগ্রাসী খেলতে থাকেন। শেষ পর্যন্ত সেঞ্চুরির কাছে গিয়েও থামেন ৯০ রানে—৪৬ বলের ইনিংসে ছিল পাঁচটি চার ও সাতটি ছক্কা। শেষ দিকে ডোনোভান ফেরেরার ১৬ বলে ৩০ এবং ডেভিড মিলারের অপরাজিত ১২ বলে ২০ রানে বড় স্কোর পায় প্রোটিয়ারা।
আরও পড়ুনরবিবার সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে আবারও মুখোমুখি হবে দুই দল।
মন্তব্য করুন







_medium_1765459913.jpg)

_medium_1765460434.jpg)